Thursday, December 18, 2025

রাজস্থানের বিপক্ষে দলে বদল হতে পারে কেকেআরে

Date:

Share post:

বুধবার, গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের  বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামছে নাইটরা। প্রথম ম্যাচে  মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতা এবং বোলিংয়ে সুনীল নারিন ছাড়া সবার ব্যর্থতা নিয়ে সমালোচনা চলছে। এই ম্যাচে ভুলত্রুটি শুধরে জয়ের  ফিরতে মরিয়া নাইটরা। তবে প্রশ্ন উঠেছে, প্রথম ম্যাচের একাদশে কি কোনও পরিবর্তন আনবে কেকেআর?আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে কেকেআর ১৭৪ রান তুললেও, মিডল অর্ডারের ব্যাটাররা রান পাননি। রাহানে এবং নারিন ছাড়া কেউই আরসিবির বোলারদের বিপক্ষে রুখে দাঁড়াতে পারেননি। অন্যদিকে স্পেনসর জনসনের মতো বোলাররা রান দিয়েছেন প্রচুর, যা দলের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে কৌশলগত পরিবর্তন এবং দুই তারকা খেলোয়াড়কে বাদ দেওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

আসলে দু’দলের শুরুটাই ভাল হয়নি আইপিএলে। দু’দলই নিজেদের প্রথম ম্যাচ হেরেছে। বুধবার গুয়াহাটির মাঠে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে দু’দলের প্রথম একাদশে বদল হতে পারে। প্রথম ম্যাচে কুইন্টন ডি ককের ব্যর্থতার পর তাকে বাদ দেওয়ার সম্ভাবনা প্রবল। তার জায়গায় আরেক বিদেশি উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজকে সুযোগ দেওয়া হতে পারে। গুরবাজ এর আগেও কেকেআরের হয়ে ওপেনিং করেছেন এবং তার আগ্রাসী ব্যাটিং পাওয়ারপ্লেতে দলকে শক্তিশালী শুরু এনে দিতে পারে। সুনীল নারিনের সঙ্গে গুরবাজের জুটি হতে পারে কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ। এছাড়া মিডল অর্ডারে রঘুবংশী এবং রিঙ্কু সিংয়ের উপর ভরসা রাখতে হবে। অধিনায়ক অজিঙ্কা রাহানে প্রথম ম্যাচে ভালো শুরু করলেও, তাকে আরও বড় রান করতে হবে।

বোলিংয়ে স্পেনসর জনসনের জায়গায় প্রোটিয়া পেসার আনরিখ নকিয়াকে দেখা যেতে পারে। জনসন প্রথম ম্যাচে রান খরচ করেছেন এবং উইকেট নিতে ব্যর্থ হয়েছেন। নকিয়ার গতি এবং বাউন্স রাজস্থানের ব্যাটারদের জন্য সমস্যা তৈরি করতে পারে। হর্ষিত রানা এবং বৈভব অরোরার সঙ্গে নকিয়া মিলে পেস আক্রমণকে শক্তিশালী করতে পারেন। স্পিনে নারিন এবং বরুণ চক্রবর্তী থাকবেনই, তবে চক্রবর্তীকে আরও কার্যকরী হতে হবে। আন্দ্রে রাসেলের অলরাউন্ড ক্ষমতাও এই ম্যাচে গুরুত্বপূর্ণ হবে।

রাজস্থান রয়্যালসও(Rajasthan Royals) তাদের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরেছে। তবে তাদের ব্যাটিং লাইনআপে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন এবং রিয়ান পরাগের মতো শক্তিশালী খেলোয়াড় রয়েছে। গুয়াহাটির মাঠে হোম অ্যাডভান্টেজও তাদের পক্ষে থাকবে। কেকেআরের বোলারদের জন্য জোফ্রা আর্চার এবং তুষার দেশপাণ্ডের মতো পেসারদের সামলানোও চ্যালেঞ্জ হবে।প্রথম ম্যাচের হারের পর কেকেআরের জন্য এই ম্যাচ জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরবাজ এবং নকিয়ার মতো খেলোয়াড়দের অন্তর্ভুক্তি দলকে নতুন শক্তি দিতে পারে।

 

spot_img

Related articles

নিউটাউনের ঝুপড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সন্ধ্যার পর...

বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ: বিনিয়োগের বার্তা নিয়ে শিল্পপতিদের সামনে মুখ্যমন্ত্রী

রাজ্যে শিল্প ও বিনিয়োগের সম্ভাবনাকে আরও বিস্তৃত করতে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে ‘বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি কনক্লেভ’। ধনধান্য প্রেক্ষাগৃহে...

২২ জানুয়ারি থেকে শুরু ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, ভার্চুয়ালেও মিলবে মেলার স্বাদ

আর দেড় মাসের অপেক্ষা। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। বইপ্রেমীদের জন্য এ...

যুবভারতীর বিশৃঙ্খলা-কাণ্ডে শোকজের জবাব জমা তিন শীর্ষ কর্তার

যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় শোকজের জবাব জমা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া...