Saturday, August 23, 2025

মুখ্যমন্ত্রীর বার্তা বাড়ি বাড়ি পৌঁছাতে ময়দানে মহিলারা, ঘোষণা দেড় মাসের কর্মসূচি

Date:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা প্রতিটি বাড়িতে পৌঁছে দিতে মাঠে নামছেন রাজ্যের মহিলারা। দলীয় কর্মসূচি আরও গতিশীল করতে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল। বুধবার তৃণমূল ভবনে মহিলা তৃণমূল কংগ্রেসের রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, আগামী দেড় মাস ধরে বিভিন্ন কর্মসূচি চলবে, যাতে দলের বার্তা প্রতিটি মানুষের কাছে পৌঁছানো যায়।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কৃষ্ণা চক্রবর্তী, অর্পিতা ঘোষসহ তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলার সভানেত্রী এবং রাজ্য কমিটির শীর্ষ নেত্রীরা। চন্দ্রিমা ভট্টাচার্য দলের মহিলাদের উদ্দেশে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মহিলারা আরও এগিয়ে চলেছে, কেন্দ্রের বঞ্চনার সত্ত্বেও রাজ্যবাসীর জন্য একের পর এক জনমুখী প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই বার্তা পৌঁছে দিতে আমরা একাধিক কর্মসূচি গ্রহণ করেছি।”

এবার দলের মহিলা সদস্যরা শুরু করতে চলেছেন পাঁচটি বড় কর্মসূচি, যার মধ্যে উল্লেখযোগ্য হল:

১. আঁচল কর্মসূচি (১ এপ্রিল – ১৫ মে):
এটি একটি দেড় মাস ব্যাপী কর্মসূচি, যেখানে রাজ্যের গ্রামীণ ব্লক, পুরসভা এবং কলকাতার বিভিন্ন ওয়ার্ডে মহিলারা গোল হয়ে বসে সভা করবেন। এক হাজারেরও বেশি সভা আয়োজন করা হবে রাজ্যের প্রতিটি অঞ্চলে।

২. তোমার ঠিকানা, উন্নয়নের নিশানা:
এটি একটি প্রচারমূলক লিফলেট কর্মসূচি, যেখানে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা লিফলেট বিতরণ করবেন। প্রতিটি বুথের প্রায় ২৫০টি বাড়িতে এই লিফলেট পৌঁছানো হবে।

৩. এসো হে বৈশাখ ও শঙ্খযাত্রা:
১ লা বৈশাখে, রাজ্য মহিলা কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হবে, যার নাম রাখা হয়েছে ‘শঙ্খযাত্রা’। এই মিছিলে বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হবে।

৪. রক্তবন্ধন (১ জুলাই):
চিকিৎসক দিবস উপলক্ষে, গোটা রাজ্যে রক্তদান শিবির আয়োজন করা হবে, যেখানে ২ হাজার ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষ্যমাত্রা রয়েছে।

এই কর্মসূচিগুলি দলের মহিলাদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং ২০২৫ সালের নির্বাচনে দলের শক্তি আরও বৃদ্ধি করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন- দক্ষিণ কলকাতার কোন্দল পৌঁছল বিধাননগরে, অনুপমের বিরুদ্ধে ফের পোস্টার

_

 

_

 

_

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version