Friday, July 4, 2025

আইপিএলের (IPL 2025) প্রথম ম্যাচে প্রাক্তনী ‘সল্ট’ ঝাঁঝে ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স (Kollata Knight Riders)। দ্বিতীয় ম্যাচেও সেই একই কাঁটা। শুধু নামটা বদলেছে। এবার রাজস্থানের হয়ে ব্যাট ধরবেন নীতিশ রানা (Nitish Rana), আরেক KKR প্রাক্তনী। সঙ্গে আবার যশস্বী (Yashasvi Jaiswal) চিন্তা তো রয়েইছে। সব মিলিয়ে বুধবার অসমের বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থানের (RR) বিরুদ্ধে জয় নিশ্চিত করতে নয়া রণকৌশল আর রদবদলের সম্ভাবনাই ঘোরাফেরা করছে নাইট শিবিরে!

চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ খেললেও ক্যাপ্টেন আর কোচের ‘ভুল’ সিদ্ধান্তে ইডেনে অনেকটাই ফিকে ছিল বরুণ ম্যাজিক (Varun Chakraborty)। ওপেন করতে নেমে রান পাননি ডি কক, ব্যর্থ রিঙ্কু – ভেঙ্কটেশরাও। চিন্তা থাকচে বৈভব অরোরার ফর্ম নিয়ে। যদিও এখনও পর্যন্ত যা খবর তাতে প্রথম একাদশে দলে পরিবর্তনের সম্ভাবনা কম। কিন্তু অধিনায়ক আজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) রাসেলকে দিয়ে আদৌ বল করাবেন কিনা সেদিকে ক্রিকেট মহলের নজর থাকবে। গত মরশুমে রাজস্থানের নতুন ‘ঘরের মাঠে’ দুদলের ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়েছিল। এবার অবশ্য সেই সম্ভাবনা নেই। তবে যেহেতু রাতে খেলা সেক্ষেত্রে শিশির ফ্যাক্টর হতে পারে। তাই টস যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। কলকাতার মতো রাজস্থান রয়্যালসও (RR)প্রথম ম্যাচ হেরেছে। ফলে রাহুল দ্রাবিড়ের দল শাহরুখ যোদ্ধাদের (RR vs KKR)পরাস্ত করতে যে মুখিয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Related articles

দিল্লিতে রেকর্ড বিক্রি বাংলার আমের, এরাজ্যের হিমসাগর- লক্ষণভোগে মজেছে রাজধানী

নয়াদিল্লির হ্যান্ডলুম হাটে (Handloom Hut, New Delhi) চলতি বেঙ্গল ম্যাঙ্গো মেলা ও হ্যান্ডলুম-হ্যান্ডিক্রাফ্ট এক্সপো ২০২৫-এ (Bengal Mango Fair...

রুট, স্টোকসকে ফিরিয়ে জবাব মহম্মদ সিরাজের

জসপ্রীত বুমরাহ দ্বিতীয় টেস্টে নেই। ভারতের বোলিং লাইনআপ নিয়ে কার্যত আতঙ্কের কথাই শোনা গিয়েছিল সকলের মুখে। বিশেষ করে...

রেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

ভুয়ো বিদেশী ডিগ্রি ব্যবহারে ‘দোষী সাব্যস্ত’ শান্তনু সেনের (Shantanu Sen) রেজিস্ট্রেশন ২ বছরের জন্য সাসপেন্ড করেছে ওয়েস্ট বেঙ্গল...

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে 'থ্রিলার'...
Exit mobile version