Tuesday, November 4, 2025

নির্বাচনে কড়া ট্রাম্প! ‘বন্ধু’ ভারতের উদাহরণ টেনে একাধিক বদল

Date:

ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে আমেরিকার নাগরিকত্বের প্রমাণ বাধ্যতামূলক। জানিয়ে দিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট একটি নির্দেশিকায় স্বাক্ষর করেছেন। সেখানে বলা হয়েছে এবার আমেরিকায় ভোটার (voter) হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতেই হবে নাগরিকত্বের (citizenship) প্রমাণ।

নয়া নির্দেশিকায় রয়েছে –

নির্বাচনের দিনের মধ্যে সমস্ত ব্যালট গ্রহণ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

আমেরিকায় নাগরিকত্বের প্রমাণপত্র (voter identity) ছাড়া কোনও ভোটারই ভোট দেওয়ার জন্য নিজের নাম নথিভুক্ত করতে পারবেন না।

নির্বাচনের দিনের মধ্যেই সকলকে ভোট দিতে হবে।
ভোটদান ব্যবস্থায় কাগজের ব্যালটই (ballot) বাধ্যতামূলক।

কোনও রকম জালিয়াতি বা ভোটে কারচুপি বরদাস্ত নয়।

তবে নির্দেশিকায় স্বাক্ষর করলেও ট্রাম্পের (Donald Trump) এই নয়া নির্বাচনী নীতি কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, নির্বাচনী বিধি নির্ধারণের ক্ষমতা মূলত মার্কিন কংগ্রেস এবং স্টেটগুলির হাতেই থাকে। সেখানে প্রেসিডেন্টের কোনও ভূমিকা নেই।

ভারত ও ব্রাজিলের উদাহরণ দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ভারত এবং ব্রাজিল ভোটার (voter) চিহ্নিতকরণকে এক বায়োমেট্রিক ডাটাবেসের সঙ্গে সংযুক্ত করছে। যেখানে আমেরিকা মূলত নাগরিকত্বের জন্য স্ব-প্রত্যায়িত ঘোষণার উপরই নির্ভর করে।

Related articles

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...
Exit mobile version