Sunday, November 2, 2025

মাদকাসক্ত সাহিলের বহু মহিলার সঙ্গে সম্পর্ক ছিল, নাতির-কাণ্ডে হতাশ ঠাকুমা

Date:

মীরাটের হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। যেভাবে প্রেমিক সাহিলের(sahil) সঙ্গে ষড়যন্ত্র করে স্বামী সৌরভকে খুন করার পর ১৫ টুকরো করে ড্রামে ভরে দেহাংশ লোপাটের চেষ্টা করা হয়েছে, তা নাড়া দিয়ে গিয়েছে গোটা দেশকে। তবে যত দিন যাচ্ছে, ততই নানান নতুন তথ্য সামনে আসছে। যেমন, ধৃত সাহিলকে  নিয়ে ফের আর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। সাহিলের ঠাকুমা দাবি করলেন, মাদকের নেশা তো ছিলই, বহু মহিলার সঙ্গে সম্পর্ক ছিল সাহিলের।মাদকের নেশাতেই এমন কাণ্ড ঘটিয়েছে হয়তো, হতাশার সুর ঠাকুমার গলায়।গ্রেফতারির পর মুসকান রাস্তোগীর(muskan rastogi) বাড়ির লোকজন তার সঙ্গে দেখা করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এমনকী, সাহিলের পরিবারের কেউও তার গ্রেফতার হওয়ার পর তার সঙ্গে দেখা করতে আসেনি। একমাত্র বুধবার মীরাটের জেলে সাহিলের সঙ্গে দেখা করতে আসেন তার অশীতিপর ঠাকুমা।

তিনি জানান, নাতির জন্য কিছু পোশাক এবং খাবার নিয়ে এসেছেন। একই সঙ্গে মৃত সৌরভ রাস্তোগীর জন্য তার গলায় হতাশার সুর। বৃদ্ধা জানান, বুলন্দ শহরের বাড়িতে তার সঙ্গে থাকত সাহিল।বছরখানেক আগে সাহিলের মা মারা গিয়েছেন। তার বাবা নয়ডায় থাকেন। তিনি এক বা দুই মাস অন্তর বুলন্দশহরের বাড়িতে  আসতেন।

বৃদ্ধা আরও জানান, সৌরভ হত্যাকাণ্ডে সাহিল গ্রেফতার হওয়ার পর, তার বাবা আর বুলন্দশহর মুখো হননি। তবে সাহিল যে সবসময় নেশা করে থাকত, তা বৃদ্ধা স্বীকার করেছেন।তিনি বলেন, সাহিলকে মাদকের পাশাপাশি মহিলার নেশাও পেয়ে বসেছিল।

মীরাটের(mirat) জেল সুপার বীরেশ রাজ শর্মা জানিয়েছেন, নিয়ম অনুযায়ী সাহিলের সঙ্গে ঠাকুমাকে দেখা করতে দেওয়া হয়েছে। তবে সাহিলের সঙ্গে জেলের ভেতরে দুর্ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, তা তিনি মানতে চাননি। ১০ দিন পর জেলের ভিতর কোনও কাজে নিযুক্ত করা হবে সাহিলকে।এদিকে মুসকান সরকারি আইনজীবী চেয়ে আদালতে আবেদন জানিয়েছেন।

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version