Sunday, November 2, 2025

পুতিনের অসুস্থতার জল্পনাকে আরও উসকে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি!

Date:

রুশ প্রেসিডেন্ট পুতিনের গুরুতর অসুস্থতা নিয়ে প্রতিবেদন গত কয়েকদিন ধরে পশ্চিমি গণমাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে প্রায়ই বিষয়টি অস্বীকার করা হয়।একজন ব্রিটিশ গোয়েন্দাও দাবি করেছিলেন পুতিন গুরুতর অসুস্থ। তার চিকিৎসা চলছে।এ বার সেই ‘প্রচারে’ শামিল হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও!

জেলেনস্কি দাবি করেছেন পুতিনের শীঘ্রই মৃত্যু হবে! তিনি বলেন, পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটি সত্য। পুতিনের বয়স এখন ৭২ বছর।তার শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে জল্পনা অনেকদিন ধরে চলছে। কয়েক বছর ধরেই তার অসুস্থতা নিয়ে নানান খবর ছড়িয়েছে।কখনও দাবি করা হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত। কখনও খবর ছড়িয়েছে তার মাথায় টিউমার হয়েছে। আবার কখনও এমনও শোনা গিয়েছে যে কিডনির সমস্যায় তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গিয়েছে।এমনকী, তিনি নাকি পার্কিনসন্সে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে কথা বলতে পারছেন না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন অসুস্থতার খবর উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ ব্যাপারে ফ্রান্সের গণমাধ্যমে ল্যাভরভ বলেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আপনারা তাকে টিভির পর্দায় দেখতে পান, তার বক্তব্য পড়েন, তার বক্তব্য শোনেন। তিনি আরও বলেন, আমি মনে করি না কোনও বোধসম্পন্ন মানুষ পুতিনের মধ্যে কোনও রোগ বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন। যারা প্রতিদিনই এরকম গুজব ছড়াচ্ছেন আমি এটি তাদের বিবেকের কাছে ছেড়ে দিতে চাই।

কিছুদিন আগে পুতিনের একজন ঘনিষ্ঠ ধনকুবেরের একটি অডিও বার্তা ফাঁস হয়। সেই অডিওতে ওই ধনকুবের জানান, পুতিনের ক্যান্সার হয়েছে।তার শরীরে দ্রুত ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মধ্যে মারাত্মক অসুস্থতার বেশ কিছু লক্ষণও ফুটে উঠেছে। পুতিন আর দুই থেকে তিন বছরের বেশি বাঁচবেন না বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

 

 

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version