Sunday, August 24, 2025

বারাসতে মত্ত বাইকারদের দৌরাত্ম্যে প্রাণ গেল মহিলার, উত্তেজনা এলাকায়

Date:

মত্ত অবস্থায় বাইক নিয়ে বেপরোয়া রেস, উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat, North 24 Parganas) দুচাকায় পিষে প্রাণ গেল মহিলার।বাইক চালককে হাতেনাতে ধরে গণধোলাই দিতে শুরু করেন স্থানীয়রা। রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে এবং অভিযুক্তকে আটক করা হয়। মৃত অসীমা দাস (Asima Das) দত্তপুকুরের মণ্ডলগাছির বাসিন্দা বলে জানা গেছে। কারা কারা বাইক রেস করছিলেন তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ নাম্বার জাতীয় সড়কে (NH 12) প্রতিরাতেই বেশ কয়েকজন যুবক মদ খেয়ে বেপরোয়া ভাবে বাইক নিয়ে রেস করেন। বাধা দিতে গেলেও তাঁরা শোনেন না। বৃহস্পতিবার নোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন অসীমা। অভিযোগ সেই সময় কিছু যুবক বাইক রেস করছিলেন। ন’পাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মারে। দ্রুত তাঁকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে (Barasat Medical College and Hospital) নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। এক অভিযুক্তকে আটক করে বাকি সঙ্গীদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পাশাপাশি বৃহস্পতিবার রাতে আরও দুই দুর্ঘটনার খবর মিলেছে। রাত সাড়ে ৯টা নাগাদ কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক ব্রেক। কলকাতা যাওয়ার পথে বাইক চালক আচমকা ব্রেক কষায় ছিটকে পড়েন সঙ্গে থাকা আরোহী। ওই রাস্তায় পিছন থেকে আসা লরির চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। বাইক চালক নিজেও আহত হয়েছেন। এরপর কোনায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। ঘাতক লরিচালক পলাতক। এর ঠিক এক ঘণ্টা পরেই রাত ১০টা নাগাদ পাঁচলার রানিহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহী কিশোরের। আহত আরও দুই। লরির সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version