Sunday, November 9, 2025

বারাসতে মত্ত বাইকারদের দৌরাত্ম্যে প্রাণ গেল মহিলার, উত্তেজনা এলাকায়

Date:

মত্ত অবস্থায় বাইক নিয়ে বেপরোয়া রেস, উত্তর ২৪ পরগনার বারাসতে (Barasat, North 24 Parganas) দুচাকায় পিষে প্রাণ গেল মহিলার।বাইক চালককে হাতেনাতে ধরে গণধোলাই দিতে শুরু করেন স্থানীয়রা। রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আয়ত্তে আনে এবং অভিযুক্তকে আটক করা হয়। মৃত অসীমা দাস (Asima Das) দত্তপুকুরের মণ্ডলগাছির বাসিন্দা বলে জানা গেছে। কারা কারা বাইক রেস করছিলেন তাঁদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ নাম্বার জাতীয় সড়কে (NH 12) প্রতিরাতেই বেশ কয়েকজন যুবক মদ খেয়ে বেপরোয়া ভাবে বাইক নিয়ে রেস করেন। বাধা দিতে গেলেও তাঁরা শোনেন না। বৃহস্পতিবার নোয়াপাড়া এলাকায় প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলেন অসীমা। অভিযোগ সেই সময় কিছু যুবক বাইক রেস করছিলেন। ন’পাড়া কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মহিলাকে ধাক্কা মারে। দ্রুত তাঁকে উদ্ধার করে বারাসত মেডিক্যাল কলেজে (Barasat Medical College and Hospital) নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি। এক অভিযুক্তকে আটক করে বাকি সঙ্গীদের খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পাশাপাশি বৃহস্পতিবার রাতে আরও দুই দুর্ঘটনার খবর মিলেছে। রাত সাড়ে ৯টা নাগাদ কোনা মোড়ের কাছে সার্ভিস রোডে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালক ব্রেক। কলকাতা যাওয়ার পথে বাইক চালক আচমকা ব্রেক কষায় ছিটকে পড়েন সঙ্গে থাকা আরোহী। ওই রাস্তায় পিছন থেকে আসা লরির চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। বাইক চালক নিজেও আহত হয়েছেন। এরপর কোনায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। ঘাতক লরিচালক পলাতক। এর ঠিক এক ঘণ্টা পরেই রাত ১০টা নাগাদ পাঁচলার রানিহাটিতে ১৬ নম্বর জাতীয় সড়কে লরির ধাক্কায় মৃত্যু হয় এক বাইক আরোহী কিশোরের। আহত আরও দুই। লরির সন্ধান চালাচ্ছে পুলিশ।

 

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version