Thursday, August 21, 2025

সরকারি কর্মচারীদের জন্য ফের সুখবর নিয়ে এল দেশের কেন্দ্রীয় সরকার। আরও বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ। ইতিমধ্যেই এই বিষয়ে অনুমোদনও দেওয়া হয়েছে। ফলে, বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্য ডিয়ারনেস অ্যালাওয়েন্সের সুবিধা। কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) –এর পক্ষ থেকে শুক্রবার কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য ২ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, এই অনুমোদনটি বাস্তবায়িত হলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের প্রাপ্য DA –এর পরিমাণ দাঁড়াবে ৫৫ শতাংশ। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্য ডিএ-র পরিমাণ রয়েছে ৫৩ শতাংশ। অষ্টম বেতন কমিশনের আগে এই ডিএ বৃদ্ধি করা হতে চলেছে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফলে, কিছু সময় পরেই এ বিষয়ে সবুজ সংকেত পেতে পারেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা। বাড়তে থাকা মুদ্রাস্ফীতির চাপের মধ্যে এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত ব্যক্তিদের বড় স্বস্তি দেবে বলে অনুমান করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে একাধিক পণ্যের উচ্চ মূল্যের কারণে বেতনভোগী ব্যক্তিদের পকেটে চাপ বৃদ্ধি পেয়েছে।

প্রসঙ্গত, এর আগে শেষবার ২০২৪ সালের জুলাই মাসে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ডিয়ারনেস অ্যালয়েন্স (DA) বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় কেন্দ্রীয় সরকারের কর্মীদের প্রাপ্য ডিএর পরিমাণকে ৫০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৫৩ শতাংশ করা হয়। অর্থাৎ, গত বছরেই কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য 3 শতাংশ ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে সরকার। এবার পুনরায় ২ শতাংশ ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version