Thursday, August 21, 2025

বাম আমলের ভাগাড় নিয়ে বিক্ষোভে বামেরাই! হাওড়ায় অশান্তি তৈরির চেষ্টা

Date:

জন সমর্থন হারিয়ে শূন্যের নিচে যাওয়ার পথে সিপিআইএম (CPIM)। রাজ্যে কোনও ঘটনা ঘটলেই তাকে ইস্যু করে মাথা তুলে দাঁড়ানোর মরিয়া চেষ্টা অব্যাহত। তা করতে গিয়ে তারা ভুলেই গেলেন বেলগাছিয়ার ভাগাড় নিয়ে প্রতিবাদ করলে নিজেদের দিকেই আঙুল উঠবে। ভাগাড় (dump yard) তৈরির আগে মাটি পরীক্ষা না করা নিয়ে বিশেষজ্ঞরা যে প্রশ্ন তুলেছেন, তাতে বামেদের ব্যর্থতাই স্পষ্ট হয়ে গিয়েছে। এবার সেই ভাগাড়-কে ইস্যু করে হাওড়া পুরসভা (Howrah Corporation) এলাকাকে অশান্ত করার ব্যর্থ চেষ্টায় বামেরা।

অন্তত কুড়ি বছর আগে বেলগাছিয়ার ভাগাড় প্রতিস্থাপন প্রয়োজন ছিল, এলাকায় ধস নামার পরে মত বিশেষজ্ঞদের। তা সত্ত্বেও সেই আমলে বাম প্রশাসন কোনও নজরই দেয়নি তাতে। সম্প্রতি ধসের ঘটনার পরে বাসিন্দাদের ক্ষতিপূরণ, পুণর্বাসন থেকে ভাগাড় নিয়ে পদক্ষেপে কোনও খামতি রাখেনি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ইস্যু হাতড়ে বেড়ানো সিপিআইএম (CPIM) সেই ভাগাড় (dump yard) নিয়ে শুক্রবার হাওড়া কর্পোরেশন (Howrah Corporation) অভিযানে নামে।

হাতে গোনা কিছু কর্মী নিয়ে রীতিমত অসভ্যতা করতে দেখা যায় এদিন বাম আন্দোলনকারীদের। পুরসভার বাইরে পুলিশ কর্মীর থেকে আন্দোলনকারীর সংখ্যা ছিল কম। তা সত্ত্বেও তারা ব্যারিকেডের (barricade) উপর উঠে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। সামান্য সময়ের ‘আন্দেলনে’ দিশাহীন বামেরা একের পর এক প্রশ্ন তোলে। এমনকি প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর বিরুদ্ধেও প্রতিবাদ করে তারা। দাবি জানানো হয়, দ্রুত হাওড়া কর্পোরেশনে নির্বাচনের।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version