Sunday, November 9, 2025

যুদ্ধবিধ্বস্ত মায়ানমারে জোড়া ভূমিকম্প: কোন পথে ত্রাণ, সমস্যায় রেডক্রস

Date:

প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার (Mayanmar)। দেশের সামরিক প্রশাসন বাধ্য হয়েছে জরুরি অবস্থা (emergency) ঘোষণা করতে। পাঁচটি বড় শহর প্রবলভাবে ক্ষতিগ্রস্ত। বিচ্ছিন্ন একাধিক জায়গার যোগাযোগ ব্যবস্থা। যুদ্ধবিধ্বস্ত, সামরিক শাসনের অধীনে থাকা মায়ানমারে ভূমিকম্পের পরে কিভাবে উদ্ধারকাজ ও পুণর্গঠন, তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন। ত্রাণ ও উদ্ধার কাজে ভারত থেকে যাবতীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে প্রতিবেশী দেশকে।

ইতিমধ্যেই মায়ানমারে ভূমিকম্পে (earthquake) পাঁচজনের মৃত্যুর দাবি করেছে সংবাদ সংস্থা রয়টার্স। টাংগু শহরে একটি মসজিদ ভেঙে পড়ে তিনজনের মৃত্যু ও আনবান এলাকায় একটি হোটেল ভেঙে দুজনের মৃত্যুর খবর জানানো হয়েছে। একাধিক এলাকায় ধ্বংসস্তুপের তলায় অনেকে আটকে রয়েছেন বলেও জানাচ্ছে স্থানীয় সংবাদ সংস্থাগুলি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একাধিক এলাকার রেলব্রিজ, সড়ক ব্রিজ বিপর্যস্ত। ইয়াঙ্গন-মন্দালয় এক্সপ্রেসওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে।

সম্প্রতি বড় সিভিল ওয়ার (civil war) থেকে মাথা তুলে দাঁড়ানোর প্রচেষ্টা চালাচ্ছিল মায়ানমার। ক্ষমতাসীন সামরিক প্রশাসন সাধারণ অস্থিরতা কাটিয়ে নতুন প্রশাসন তৈরির পথে হাটছিল। এই পরিস্থিতিতে ভূমিকম্প হওয়ায় যে ধরনের প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন, তা সামরিক শাসনে কতটা দেওয়া সম্ভব হবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় প্রত্যন্ত এলাকায় পৌঁছানোর সমস্যার কথা জানিয়েছে রেড ক্রস (Red Cross)। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় পরিস্থিতি আরো কঠিন, জানাচ্ছে রেড ক্রস।

প্রাচীন মায়ানমার বা বর্মার বিভিন্ন অংশেই বৌদ্ধ স্থাপত্যের নিদর্শন ছিল। ভূমিকম্পের মূল কেন্দ্র মন্দালয়ে (Mandalaya) ভূমিকম্পের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক প্যাগোডা। রাজধানী মেপে নেইপিদয়ে (Naypyitaw) একাধিক প্যাগোডা (pagoda) এবং মনাস্ট্রি ভেঙে পড়ার ছবি প্রকাশিত হয়েছে।

মায়ানমারের পাশাপাশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত প্রতিবেশী থাইল্যান্ড (Thailand)। ব্যাংকক (Bangkok) শহরের চাঁদচার্ট এলাকায় গগনচুম্বি বহুতল ভেঙে তিনজনের মৃত্যুর খবর জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এছাড়াও অন্যান্য আবাসন ভাঙার ঘটনায় আরও এক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরীক্ষণ করা এখনও সম্ভব হয়নি থাইল্যান্ড প্রশাসনের পক্ষে। মায়ানমার-থাইল্যান্ডের ভূমিকম্পের প্রভাব পড়েছে সীমান্তবর্তী চিনের ইউনান প্রদেশেও।

থাইল্যান্ড-মায়ানমার ভূমিকম্পে (earthquake) উদ্বেগ প্রকাশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। সব ধরনের সাহায্যের জন্য ভারত প্রস্তুত, জানিয়েছেন তিনি। প্রস্তুত রাখা হয়েছে সব ধরনের জরুরী ব্যবস্থাপনা। ভারতীয় বিদেশমন্ত্রক মায়ানমার ও থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানান নরেন্দ্র মোদি।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version