Friday, August 22, 2025

কালীগঞ্জ উপনির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন, চাপে পড়ে সিদ্ধান্ত কমিশনের

Date:

এপিক কার্ড নিয়ে নির্বাচন কমিশনের কারচুপির পর্দাফাঁস করেছে বাংলার শাসকদল তৃণমূল। তাই বাংলা থেকেই নিজেদের উপর লাগা দাগ মুছতে মরিয়া কমিশন (Election Commission of India)। আসন্ন নদিয়ার কালিগঞ্জ উপনির্বাচনকে (Kaliganj byelection) হাতিয়ার করে নিজেদের বিরুদ্ধে ওঠা পক্ষপাতদুষ্টতার অভিযোগ কাটিয়ে উঠতে মরিয়া কমিশনের আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, আগামী জুলাই মাসের মধ্যে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার আগেই এই কেন্দ্রের ভোটার তালিকা (voter list) সংশোধন করে ফেলতে চাইছে কমিশন।

তৃণমূল বিধায়ক নাসিরুদ্দীন আহমেদের প্রয়াণে কালিগঞ্জে উপনির্বাচন অনিবার্য। এই উপনির্বাচনে ভোটার তালিকা নিয়ে যাতে কোনরকম বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে সার্বিক সহযোগিতা চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। এপিক কার্ড ইস্যুতে শুক্রবার ডাকা সর্বদল বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA) নিযুক্ত করার আর্জি জানিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।

আগামী ৮ ই এপ্রিল থেকে ওই বিধানসভা কেন্দ্রে বিশেষভাবে ভোটার তালিকা (voter list) সংশোধনের কাজ শুরু হচ্ছে। যা চলবে ১৫ ই মে পর্যন্ত। কমিশন সূত্রে খবর, একদিকে যেমন সরকারি আধিকারিক অথবা বুথ লেভেল অফিসাররা, ভোটার তালিকা সংশোধন বা পরিমার্জনের কাজ করবেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির  বুথ লেভেল এজেন্টরাও (BLA) সে কাজে তাদের সহযোগিতা করবেন।  কমিশনের বক্তব্য, তাঁদের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা যৌথ উদ্যোগে এই সংশোধিত ভোটার তালিকা তৈরি করবেন। যাতে নতুনভাবে তৈরি হওয়া ভোটার তালিকা নিয়ে কোন রকমের বিভ্রান্তি তৈরি না হয়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version