Sunday, November 9, 2025

কালীগঞ্জ উপনির্বাচনের আগেই ভোটার তালিকা সংশোধন, চাপে পড়ে সিদ্ধান্ত কমিশনের

Date:

এপিক কার্ড নিয়ে নির্বাচন কমিশনের কারচুপির পর্দাফাঁস করেছে বাংলার শাসকদল তৃণমূল। তাই বাংলা থেকেই নিজেদের উপর লাগা দাগ মুছতে মরিয়া কমিশন (Election Commission of India)। আসন্ন নদিয়ার কালিগঞ্জ উপনির্বাচনকে (Kaliganj byelection) হাতিয়ার করে নিজেদের বিরুদ্ধে ওঠা পক্ষপাতদুষ্টতার অভিযোগ কাটিয়ে উঠতে মরিয়া কমিশনের আধিকারিকরা। কমিশন সূত্রে খবর, আগামী জুলাই মাসের মধ্যে এই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তার আগেই এই কেন্দ্রের ভোটার তালিকা (voter list) সংশোধন করে ফেলতে চাইছে কমিশন।

তৃণমূল বিধায়ক নাসিরুদ্দীন আহমেদের প্রয়াণে কালিগঞ্জে উপনির্বাচন অনিবার্য। এই উপনির্বাচনে ভোটার তালিকা নিয়ে যাতে কোনরকম বিভ্রান্তি তৈরি না হয় সেজন্য রাজ্যের রাজনৈতিক দলগুলির কাছে সার্বিক সহযোগিতা চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর। এপিক কার্ড ইস্যুতে শুক্রবার ডাকা সর্বদল বৈঠকে প্রতিটি রাজনৈতিক দলের কাছে বুথ লেভেল এজেন্ট বা বিএলএ (BLA) নিযুক্ত করার আর্জি জানিয়েছেন রাজ্যের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস।

আগামী ৮ ই এপ্রিল থেকে ওই বিধানসভা কেন্দ্রে বিশেষভাবে ভোটার তালিকা (voter list) সংশোধনের কাজ শুরু হচ্ছে। যা চলবে ১৫ ই মে পর্যন্ত। কমিশন সূত্রে খবর, একদিকে যেমন সরকারি আধিকারিক অথবা বুথ লেভেল অফিসাররা, ভোটার তালিকা সংশোধন বা পরিমার্জনের কাজ করবেন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির  বুথ লেভেল এজেন্টরাও (BLA) সে কাজে তাদের সহযোগিতা করবেন।  কমিশনের বক্তব্য, তাঁদের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা যৌথ উদ্যোগে এই সংশোধিত ভোটার তালিকা তৈরি করবেন। যাতে নতুনভাবে তৈরি হওয়া ভোটার তালিকা নিয়ে কোন রকমের বিভ্রান্তি তৈরি না হয়।

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...
Exit mobile version