Tuesday, August 12, 2025

বয়স যে একটা সংখ্যা মাত্র, তা আবার প্রমাণ করতে চলেছেন সৌমেন সরকার, এই বয়সে তাঁর লক্ষ্য এভারেষ্ট জয়

Date:

বয়স যে একটা সংখ্যা মাত্র, তা আবার প্রমাণ করতে চলেছেন সৌমেন সরকার। বয়স ৫৪ বছর । এই বয়সে বর্ধমানে পূর্ত দপ্তরের এ্যাসিস্ট্যাণ্ট ইঞ্জিনিয়ার সৌমেন সরকার রওনা দিচ্ছেন মাউণ্ট এভারেষ্ট এবং মাউণ্ট লোৎসে পর্বতশৃঙ্গ জয়ের লক্ষ্য নিয়ে। এদিন এমনটাই জানালেন তিনি।

শনিবার সাংবাদিক বৈঠকে ৫৪ বর্ষীয় এই এ্যাসিস্ট্যাণ্ট ইঞ্জিনিয়ার বলেন, এটাও একটা স্পোর্টস। কিন্তু এই স্পোর্টসের জন্য বেসরকারী স্পনসরাররাও কেউ এগিয়ে আসতে চায় না। আগামী ৭ এপ্রিল থেকে তাঁর এই পর্বতশৃঙ্গদ্বয় জয় করার যাত্রা শুরু হবে। এই সফরে তাঁর সঙ্গী থাকছেন মিনসা সেরপা। যিনি ৮বার এভারেষ্ট জয় করেছেন। মাউণ্ট এভারেষ্ট এবং মাউণ্ট লোৎসে এই অভিযান মোট ৫৬ দিনের।

স্বপ্ন থাকলেও, বাঁধা হয়ে দাঁড়িয়েছে টাকা। এই নিয়ে সৌমেন সরকার বলেন, এই অভিযানে প্রায় ৪০ লক্ষ টাকা খরচ হবে। অনেক কষ্ট করে তিনি ৩১ লক্ষ টাকা জোগাড় করা হয়েছে। তবে এখনও বাকি ৯ লক্ষ টাকা জোগাড় করা সম্বভ হয়নি।

উল্লেখ্য, সৌমেনবাবু জানিয়েছেন, গত ২০ বছর ধরে তিনি এই মাউণ্টেনিং করছেন। মাউণ্ট স্টক কাংরি, মাউণ্ট নান, মাউণ্ট ইউনুম, মাউণ্ট এলব্রাস,মাউণ্ট দিও টিব্বা প্রভৃতি শৃঙ্গ জয় করেছেন। সৌমেনবাবু জানিয়েছেন, তাঁর এই অভিযানে নেপাল সরকার ড্রোন এবং হেলিকপ্টারে নজরদারী রাখার কথা জানিয়েছেন। সব কিছু ঠিক থাকলে বাংলা এবং গোটা ভারতবর্ষের কাছে একটা দৃষ্টান্ত হতে চলেছে।

আরও পড়ুন- পিছিয়ে গেল বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠক, ঝুলে রইল ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের ভবিষ্যৎ

Related articles

ভুয়ো থানার নেপথ্যে বিভাস অধিকারীর পুরনো রাজনৈতিক যোগের অভিযোগ

ভুয়ো থানা, জাল পুলিশ পরিচয়—বিভাস অধিকারীর কাণ্ড ইতিমধ্যেই জনমানসে রীতিমতো বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি করেছে। কিন্তু শুধু প্রতারণা...

শ্রীলঙ্কার মন্ত্রী ও শীর্ষ অর্থনৈতিক বিশিষ্টদের সঙ্গে নৈশভোজ-আলোচনা বাঙালি শিল্পপতি প্রসূন মুখোপাধ্যায়ের 

বাংলা শিল্পোদ্যোগী প্রসূন মুখোপাধ্যায়ের আয়োজিত এক বিশেষ নৈশভোজে হাজির হলেন শ্রীলঙ্কার তিন শীর্ষ অর্থনৈতিক নীতি-নির্ধারক। তারা হলেন শ্রম...

সোনামুখীতে তৃণমূল বুথ সভাপতিকে গুলি করে খুন! এলাকায় চাঞ্চল্য 

বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রামে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন তৃণমূলের বুথ সভাপতি আয়ুব খান। রবিবার রাতে এই ঘটনায়...

পুলিশের উপর বিরোধীদের হামলা-কুকথা: মঙ্গলবার পথে নামছে পুলিশ পরিবার

আন্দোলনের নামে কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা আর সেটার রুখতে গিয়ে বারবার আক্রমণের শিকার পুলিশ...
Exit mobile version