Tuesday, November 11, 2025

ঈদ উৎসবের আগের দিন মহারাষ্ট্রের মসজিদে ভয়াবহ বিস্ফোরণ, ধৃত দুই

Date:

রাত পোহালেই পবিত্র ঈদ উৎসব। আর ঠিক তার আগের দিনই রবিবার ভোরে ঘটে গেল বড় বিপত্তি।ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মহারাষ্ট্রের(maharashtra) একটি মসজিদ। রবিবার মহারাষ্ট্রের বীড় জেলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশের জালে জালে দুই অভিযুক্ত। জানা গিয়েছে, তারা এলাকারই বাসিন্দা। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রবিবার ভোরে হঠাৎই মসজিদ চত্বর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। চারপাশ ধোঁয়ায় ঢেকে যায়।আচমকা এই ঘটনায় এলাকার লোকজন ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন। পুলিশের প্রাথমিক অনুমান, বিস্ফোরণের জন্য জিলেটিন স্টিক ব্যবহার করা হয়েছে।

পুলিশ জানার চেষ্টা করছে কি কারণে, কোন লক্ষ্যে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটানো হল। কারা রয়েছে এর নেপথ্যে। কি ছিল উদ্দেশ্য, তাও তদন্ত করে দেখছে পুলিশ। ভোর চারটে নাগাদ পুলিশকে খবর দেন গ্রাম প্রধান। খবর পাওয়া মাত্রই তালাওয়ারা থানার পুলিশ দ্রুত সেখানে পৌঁছায়। জানা গিয়েছে, পুলিশ যখন পৌঁছায় তখনও মসজিদের ভিতরে অভিযুক্ত একজন লুকিয়ে ছিল। তারা মসজিদের(masque) পিছনের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করেছিল বলে  জানতে পেরেছে পুলিশ। মসজিদের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেওয়ালের একাংশ পুরোপুরি ভেঙে পড়েছে। বিস্ফোরণকাণ্ডে তাদের সঙ্গে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এমনকী, কিভাবে তারা জিলেটিন স্টিক জোগাড় করল তাও তদন্ত করে দেখা হচ্ছে।

যেহেতু সোমবার ঈদ উৎসব, তাই বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।এলাকায় পুলিশি নজরদারি চলছে, যাতে আর কোনও অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। এলাকার মানুষকে আতঙ্কিত না হওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। কোনওভাবেই যাতে ঈদের উৎসব চলাকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এলাকায় চলছে পুলিশি টহল।

 

Related articles

গতি মানেই প্রগতি: স্বাস্থ্যসচিবকে দ্রুত নিয়োগের কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

আদালতের জন্য আটকে ছিল নিয়োগ। এবার দ্রুত নিয়োগ করতে হবে। মঙ্গলবার, স্বাস্থ্য  ভবনে ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের উদ্বোধনে...

আস্ত একটা বিশ্ববিদ্যালয়ই জঙ্গির আঁতুড়ঘর! পুরুষের পরে মহিলা চিকিৎসকের আড়ালেও জঙ্গীনেত্রী

একটা বিস্ফোরণ। তার জেলে রুটিন তল্লাশি। ঠিক যেভাবে অন্যান্য একেকটা নাশকতার পরে চলতে থাকে। তবে জঙ্গি আঁতুড়ঘর যে...

এবার হার্ট-লিভার-কিডনি ব্যাঙ্কের পরিকল্পনা: মোবাইল মেডিক্যাল ইউনিট উদ্বোধনে জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে আরও অর্গ্যান ব্যাঙ্ক তৈরি হোক। চান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, ভ্রাম্যমাণ স্বাস্থ্য ক্লিনিক প্রকল্পের...

ইডেনে ঘূর্ণি পিচের আভাস, স্পিনারদের বিরুদ্ধে প্রস্তুতিতে জোর গিলদের

শীতের শুরুতেই কলকাতায় ক্রিকেট কার্নিভাল। ভারত-দক্ষিণ আফ্রিকা(India VS South Afrcia) প্রথম টেস্টের আগে চর্চায় ইডেনের  পিচ। শহরে আসার...
Exit mobile version