Monday, August 25, 2025

রাজ্য সভাপতির গলায় উদ্বেগ! কেরলে তৃণমূলকে নিয়ে চিন্তায় বিজেপি 

Date:

কেরলের মাটিতে পা দিয়ে তৃণমূলের সফল রাজনৈতিক কর্মসূচি দেখার পরেই চিন্তিত হয়ে পড়েছে বিজেপি৷ আগামী বছর বিধানসভা ভোটে দক্ষিণের এই রাজ্যে বিজেপির ভালো ফল করার আশায় জলাঞ্জলি দিতে পারে তৃণমূল, তা বুঝেই প্রমাদ গুণতে শুরু করেছে গেরুয়া শিবির৷ কেরলে যে তাঁরা ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে, রবিবার তা স্পষ্ট হয়েছে কেরলের নবনিযুক্ত বিজেপি সভাপতি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখরের কথায়৷ কেরলে তৃণমূল কংগ্রেসের যাবতীয় কর্মসূচির উপরে কড়া নজর রাখা হচ্ছে, রবিবার দিল্লিতে মন্তব্য করেছেন রাজীব চন্দ্রশেখর নিজেই৷  তাঁর কথাতেই স্পষ্ট, কেরলের বিধানসভা ভোটের আগে এখন থেকেই তৃণমূলকে নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে বিজেপি৷

উল্লেখ্য, গত মাসেই কেরলে পা রেখেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷ বামশাসিত কেরলের মল্লপুরমে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা, প্রাক্তন বিধায়ক পি ভি আনওয়ারের পৌরোহিত্যে রাজনৈতিক সমাবেশের আয়োজনও করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ সেই রাজনৈতিক সমাবেশে যোগ দিয়ে কেরলবাসীর সামনে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী রাজনৈতিক মতাদর্শের কথা তুলে ধরেছেন দলের রাজ্যসভার নেতা ডেরেক ও ব্রায়েন ও লোকসভার সাংসদ মহুয়া মৈত্র৷ তাত্‍পর্যপূর্ণ হল,  কেরলে পা রাখার পর একটিমাত্র রাজনৈতিক সমাবেশ করেই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না, গত মাসে দক্ষিণের এই সমুদ্রতীরবর্তী রাজ্যে দাঁড়িয়ে তা স্পষ্ট করে দিয়েছেন দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন ও মহুয়া মৈত্র৷ আগামীদিনে কেরলে সদস্যগ্রহণ কর্মসূচির আয়োজন করবে তৃণমূল, সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া হবে বাংলার শাসকদলের জনকল্যাণমুখী রাজনৈতিক ভাবধারা৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এই অবস্থান দেখার পরে ভীত হয়েই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিটি পদক্ষেপের উপরে কড়া নজরদারি চালানো হচ্ছে, কেরল বিজেপির সভাপতির সর্বশেষ মন্তব্যেই তা স্পষ্ট।

আরও পড়ুন – চলছে আইপিএল, তারই মধ্যে হোম গ্রাউন্ড ছেড়ে দেওয়ার হুমকি SRH-এর, কিন্তু কেন ?

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version