Sunday, November 2, 2025

১) চলছে আইপিএল। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে ফেলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এরই মধ্যে হোম গ্রাউন্ড রাজীব গান্ধী স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার হুমকি দিল SRH। সূত্রের খবর, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার (এইচসিএ) সঙ্গে ঝামেলার জেরে এই সিদ্ধান্ত নিতে চলেছে তারা। জানা যাচ্ছে, এই বিষয়ে এইচসিএ কোষাধ্যক্ষ শ্রীনিবাস রাওকে মেল পাঠিয়েছেন সানরাইজার্সের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি।

২) আজ আইপিএল-এর পরবর্তী ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। অ্যাওয়ে ম্যাচে নাইটদের সামনে মুম্বই ইন্ডিয়ান্স। এই মুহুর্তে একটিতে হার এবং একটিতে জয় পেয়েছে কলকাতা। অপরদিকে দুটি ম্যাচের মধ্যে দুটিতেই হার মুম্বইয়ের। তবে মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে এই পরিসংখ্যান নিয়ে মাথা ঘামাতে নারাজ কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

৩) মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে পিচ নইয়ে মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্স কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। বললেন, এই মুহূর্তে এটুকু বলতে পারি, যে পিচ আমাদের দেওয়া হয় তাতে কিছু যেন আমাদের জন্য থাকে। কোচ, অধিনায়ক, দল পরিচালন সমিতি সেটাই আশা করে।“

৪) শেন ওয়ার্নের মৃত্যুর তিন বছর পর উঠে এল চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, শেন ওয়ার্নের মৃত্যুর সময় তাঁর থাইল্যান্ডের ঘরে একটি বোতল ছিল। আর জানা যাচ্ছে, সেটা নাকি সরিয়ে নেওয়া হয়েছিল। ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ অফিসারকে সেই বোতলটি সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, ওই বোতলে ‘কামাগ্রা’ নামের একটি যৌন শক্তিবর্ধক ওষুধ ছিল। এক পুলিশ অফিসার এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, উপর মহল থেকে ওষুধটি সরিয়ে দেওয়ার আদেশ এসেছিল।

৫) একের আইপিএল দ্বিতীয় হার মুম্বই ইন্ডিয়ান্সের। তার ওপর মোটা অঙ্কের জরিমানা। গতকাল গুজরাত টাইটান্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল মুম্বই। সেই ম্যাচে শুভমন গিলদের কাছে হারে মুম্বই। আর এই হারের সঙ্গে সঙ্গে মোটা অঙ্কের জরিমানা করা হল মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে। স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে হার্দিককে।

আরও পড়ুন- ভারতসেরা মোহনবাগান, সবুজ-মেরুন বিজয় উৎসব পালনে উত্তর কলকাতার মোহনবাগান

 

 

 

 

 

 

Related articles

প্রয়াত প্রাক্তন বিধায়ক মইনুল হক, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বঙ্গ তথা দেশের রাজনীতির এক মুনসিয়ানার অবসান। মুর্শিদাবাদের ফরাক্কার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল রাজ্য সহ-সভাপতি মইনুল হক (Mainul...

সীমানায় পুনর্বিন্যাস কলকাতার পাঁচটি থানার, আজ থেকে কার্যকর

শহরজুড়ে নতুন করে নিজেদের পরিধি পরিবর্তন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কোন থানার গুরুত্ব বাড়ল, কার আবার কমল...

জন্মদিনে ‘কিং’ চমক, ছবির টিজার প্রকাশ থেকে ঘরোয়া পার্টিতে জন্মদিন সেলিব্রেশন শাহরুখের! 

৬০-তম জন্মদিনের সকালে অনুরাগীদের উপহার দিলেন শাহরুখ খান (Shahrukh Khan)। প্রকাশ্যে এল ‘কিং’-এর অ্যানাউন্সমেন্ট টিজারের (King announcement teaser)।...

হ্যালোইন পার্টিতে ফ্রেমবন্দি রণবীর কাপুরের প্রাক্তন এবং বর্তমান

বলিউডের হ্যালোইন পার্টিতে(halloween party) উপস্থিত দুই অভিনেত্রী আলিয়া ভট্ট(Alia Bhatt) এবং দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) । হতেই পারে, কিন্তু ইতিমধ্যেই...
Exit mobile version