Sunday, November 2, 2025

ভেবে দেখুন গ্রীষ্মের তীব্র দহনে অসহ্যকর এই গরম থেকে একটু মনকে তৃপ্ত করতে আপনার ইচ্ছা হল আইসক্রিম (Ice-cream) খাওয়ার। সেইমতো আপনি একটি দোকানে ঢুকলেন এবং চকলেট, ভ্যানিলা, ম্যাংগো-সহ একাধিক ফ্লেভারের আইসক্রিমের পাশাপাশি আপনার চোখে পড়ল মাতৃদুগ্ধের (Breast Milk) ফ্লেভারর আইসক্রিমের দিকে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই এমনই আইসক্রিম বাজারে আনার পরিকল্পনা নিয়েছে মার্কিন এক শিশু পণ্য প্রস্তুতকারী এক সংস্থা ‘ফ্রিডা’। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সমাজমাধ্যমে।

জন্মের পরে শিশুদের বেড়ে ওঠার ক্ষেত্রে মাতৃদুগ্ধের কোনও বিকল্প নেই। কিন্তু এবার সেই মাতৃদুগ্ধের পুষ্টি আইসক্রিমের মধ্যে। তবে চাইলে এখনই ক্রেতারা কিনতে পারবেন না এই আইসক্রিম। তার জন্য ৯মাস অপেক্ষা করবে হবে।

মার্কিন শিশু পণ্য নির্মাতা সংস্থা ফ্রিডা সম্প্রতি তাদের নতুন ‘টুইন ওয়ান ব্রেস্ট পাম্প’ বাজারে এনেছে। এই পণ্য উন্মোচনের উদযাপনের অংশ হিসেবেই তারা মাতৃদুগ্ধ (Breast Milk) স্বাদের আইসক্রিমের ঘোষণা করেছে। সংস্থার দাবি, মাতৃদুগ্ধের স্বাদ কেমন হতে পারে, তা নিয়ে বহু মানুষের কৌতূহল থাকলেও অনেকেই প্রকাশ্যে এ বিষয়ে কথা বলেন না। ফ্রিডা এবার সেই প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত! তবে এই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছে সকলের মধ্যে।

তবে, মার্কিন খাদ্য নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী, মাতৃদুগ্ধ কোনও খাবারে ব্যবহার করা যাবে না। ফলে আইসক্রিমের মধ্যে আসল মাতৃদুগ্ধ থাকবে না। কিন্তু সংস্থার পক্ষে জানানো হয় এই আইসক্রিম হবে পুষ্টিকর ও স্বাদযুক্ত। এই বিশেষ আইসক্রিম হবে মিষ্টি, হালকা নোনতা এবং বাদামের স্বাদ মিশ্রিত। এতে থাকবে ওমেগা-৩, কার্বোহাইড্রেট, আয়রন, ভিটামিন বি ও ডি, ক্যালসিয়াম, এবং জিঙ্ক—যা শিশুর শারীরিক বৃদ্ধি ও মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। তবে সংস্থা যাই বলুক এই ঘোষণার পরই সমাজমাধ্যমে তুমুল শোরগোল। কেউ কেউ মজা করে বলছেন, পয়লা এপ্রিলের আগে সকলকে এপ্রিল ফুল করছে ফ্রিডা। আবার কেউ বলছে, এই আইসক্রিম কিনতে গেলে দোকানদারকে কীভাবে বলব কী আইসক্রিম চাই! তবে কেউ কেউ বলছে, চকলেট, ভ্যানিলা, ফ্রুট ফ্লেভারের আইসক্রিম থাকলে মাতৃদুগ্ধর আইসক্রিম কী দোষ করলো। এবার দেখার বিষয় ফ্রিডা কবে বাজারে এনে এই বিশেষ আইসক্রিম এবং ক্রেতারা কীভাবে তা গ্রহণ করে।
আরও খবরদত্তক নেওয়া যাবে বাঘ-সিংহ! বিশেষ পরিকল্পনা শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version