Thursday, August 21, 2025

মোথাবাড়িতে নতুন করে অশান্তি তৈরি সুকান্তর, উত্তরপ্রদেশ মনে করালেন কুণাল

Date:

উন্নয়নের ইস্যু নেই। কোথাও কোনো ধর্মীয় ঘটনা পেলেই ঝাঁপিয়ে পড়ছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। মালদহের (Maldah) মোথাবাড়ির (Mothabari) ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ঘটনাস্থলে গিয়ে রবিবার অশান্তি বাঁধানোর চেষ্টা করেন বিজেপির শিক্ষানবিশ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পাল্টা প্রশাসনের পাশে দাঁড়িয়ে উত্তর প্রদেশের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মোথাবাড়ির অশান্ত এলাকায় রবিবার ঢোকার চেষ্টা করেন সুকান্ত মজুমদার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাঁকে অনেক আগেই পড়তে হয় পুলিশি বাধার মুখে। আর তাতেই বেজায় চটেছেন সুকান্ত। পুলিশের ঘেরাটোপকে বাঁশের কেল্লা বলতেও বাকি রাখেননি সুকান্ত।

রবিবার অশান্তির চেষ্টা ব্যর্থ হতেই নতুন করে মোথাবাড়িকে ঘিরে রাজনীতির পারদ চড়ান সুকান্ত। মালদহে দাঁড়িয়েই ঘোষণা করেন ১১ এপ্রিল মালদহের (Maldah) জেলাশাসকের দফতরে (DM office) ঘেরাও অভিযান চালাবে বিজেপি। রাজ্য নেতৃত্বও যোগ দেবে সেই কর্মসূচিতে। এমনকি পুলিশকে শারীরিক নিগ্রহের হুমকিও দেন তিনি।

যেখানে পুলিশ প্রশাসন দুই সম্প্রদায়ের অশান্তি থামিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সেখানে নতুন করে আগুনে ঘি ঢালার প্রয়াস বিজেপির। তাকে পাল্টা জবাব তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বার্তা, কোথাও কোনও ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ প্রশাসন সেটাকে ঠিক করবে সেটাই তাদের কাজ। সেখানে যদি কেউ উস্কানি দিতে যায়, তাকে আটকে দিয়েছে। ঠিক করেছে। যখন তৃণমূলের প্রতিনিধিদল উত্তরপ্রদেশ বা অসমে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল। তখন মনে ছিল না।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version