Friday, November 7, 2025

মোথাবাড়িতে নতুন করে অশান্তি তৈরি সুকান্তর, উত্তরপ্রদেশ মনে করালেন কুণাল

Date:

উন্নয়নের ইস্যু নেই। কোথাও কোনো ধর্মীয় ঘটনা পেলেই ঝাঁপিয়ে পড়ছে রাজ্যের বিজেপি নেতৃত্ব। মালদহের (Maldah) মোথাবাড়ির (Mothabari) ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। ঘটনাস্থলে গিয়ে রবিবার অশান্তি বাঁধানোর চেষ্টা করেন বিজেপির শিক্ষানবিশ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। পাল্টা প্রশাসনের পাশে দাঁড়িয়ে উত্তর প্রদেশের কথা মনে করিয়ে দিলেন তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

মোথাবাড়ির অশান্ত এলাকায় রবিবার ঢোকার চেষ্টা করেন সুকান্ত মজুমদার। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাঁকে অনেক আগেই পড়তে হয় পুলিশি বাধার মুখে। আর তাতেই বেজায় চটেছেন সুকান্ত। পুলিশের ঘেরাটোপকে বাঁশের কেল্লা বলতেও বাকি রাখেননি সুকান্ত।

রবিবার অশান্তির চেষ্টা ব্যর্থ হতেই নতুন করে মোথাবাড়িকে ঘিরে রাজনীতির পারদ চড়ান সুকান্ত। মালদহে দাঁড়িয়েই ঘোষণা করেন ১১ এপ্রিল মালদহের (Maldah) জেলাশাসকের দফতরে (DM office) ঘেরাও অভিযান চালাবে বিজেপি। রাজ্য নেতৃত্বও যোগ দেবে সেই কর্মসূচিতে। এমনকি পুলিশকে শারীরিক নিগ্রহের হুমকিও দেন তিনি।

যেখানে পুলিশ প্রশাসন দুই সম্প্রদায়ের অশান্তি থামিয়ে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে সেখানে নতুন করে আগুনে ঘি ঢালার প্রয়াস বিজেপির। তাকে পাল্টা জবাব তৃণমূলের। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বার্তা, কোথাও কোনও ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ প্রশাসন সেটাকে ঠিক করবে সেটাই তাদের কাজ। সেখানে যদি কেউ উস্কানি দিতে যায়, তাকে আটকে দিয়েছে। ঠিক করেছে। যখন তৃণমূলের প্রতিনিধিদল উত্তরপ্রদেশ বা অসমে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল। তখন মনে ছিল না।

Related articles

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...

দুর্নীতির অভিযোগ তোলা চিকিৎসকই দুর্নীতিতে অভিযুক্ত! সাসপেন্ড আখতার আলি

আরজিকরের চিকিৎসক তরণীর ধর্ষণ খুনের ঘটনার মধ্যেই আর্থিক দুর্নীতি ঘিরে শোরগোল শুরু হয় আর জি কর হাসপাতালে। গ্রেফতার...

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...
Exit mobile version