Sunday, August 24, 2025

কমানো হল ‘রাজা’র নিরাপত্তা: প্রাক্তন মাওবাদী নেতার নেতৃত্বে নেপালে রাজতন্ত্রের লড়াই!

Date:

Share post:

১৭ বছরে ১৩ বার ক্ষমতা বদল। রাজতন্ত্রের শেষে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেও অশান্ত হিমালয়ের দেশ নেপাল (Nepal)। আর এবার রাজতন্ত্র (monarchy) ফিরিয়ে আনার লড়াই। সেই লড়াইতে নেতৃত্ব দিচ্ছেন এক সময় রাজাকে পালাতে বাধ্য করা মাওবাদী নেতা। তবে মাথা নত করতে রাজি নয় ওলি-প্রশাসন। সরকার পক্ষের চাপের মুখে কমানো হল রাজা জ্ঞানেন্দ্রর (Gyanendra) নিরাপত্তা।

শুক্রবার রাজতন্ত্র চেয়ে আন্দোলনে নেপালে মৃত্যু হয়েছে তিনজনের। আর সেই আন্দোলনের পুরোভাগে ছিলেন একসময়ের নেপালের মাওবাদী (CPN-Maoist) নেতা দুর্গা প্রসাই (Durga Prasai)। তারই নেতৃত্বে সংসদ ভবনের বাইরে ভাঙচুর ও আগুন লাগিয়ে বিক্ষোভ দেখায় রাজতন্ত্রের সমর্থকরা। ১৫ বছর আগে যার আন্দোলনের জেরে রাজা জ্ঞানেন্দ্রকে অজ্ঞাতবাস নিতে হয়েছিল, পনেরো বছর পরে সেই প্রসাই এখন চাইছেন রাজতন্ত্রের প্রতিষ্ঠা।

স্বভাবতই এই আন্দোলনের বিরোধিতায় নেপালের প্রধান রাজনৈতিক দল সিপিএন-ইউএমএল (CPN-UML) এবং নেপালি কংগ্রেস। রাজতন্ত্রের সমর্থক রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির (RPN) সঙ্গে সরকারপন্থী দলগুলির বিরোধের জেরে সংসদে হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। এরপরই জ্ঞানেন্দ্রর নিরাপত্তা কমিয়ে দেয় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি (K P Sharma Oli) প্রশাসন। রাজার বাসস্থান নির্মল নিবাস-এর নিরাপত্তায় ২৫ জন কর্মী থেকে কমিয়ে করে দেওয়া হয় ১৬জন।

তবে মাওবাদী নেতা প্রসাই-এর আমূল পরিবর্তনে ধন্দে নেপালবাসি। নেপাল কমিউনিস্ট পার্টি-মাওইস্ট (CPN-Maoist) দলের নেতার সঙ্গে ২০২৩ এই জোট বাঁধেন রাজা জ্ঞানেন্দ্র (Gyanendra)। ১৫ বছর আগে এই জ্ঞানেন্দ্রর উপরে পূর্বতন রাজা বীরেন্দ্র ও তাঁর পরিবারকে হত্যার অভিযোগ উঠেছিল। তখন জ্ঞানেন্দ্রর (Gyanendra) বিপক্ষে দাঁড়িয়ে রাজতন্ত্র (monarchy) নির্মূল করার পক্ষে আন্দোলন করেছিলেন দুর্গা প্রসাই (Durga Prasai)। বর্তমান পরিস্থিতিতে তাঁরা দুজনে এক টেবিলে রাজতন্ত্রের দাবিতে।

যদিও রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টিকে (RPN) সামনে রেখেই আন্দোলন হচ্ছে রাজতন্ত্র প্রতিষ্ঠায়। চলতি অশান্তির পরিস্থিতির মধ্যে অবশ্য একবারও মুখ খোলেননি বা প্রকাশ্যে আসেননি রাজা জ্ঞানেন্দ্র।

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...