ইদের দিনে জমিয়ে বিরিয়ানি রান্না রিঙ্কুর, ভিডিও পোস্ট কলকাতার

সোশ্যাস মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, কলকাতার স্টাইলে বিরিয়ানি রান্না করছেন রিঙ্কু।

আজ খুশির ইদ। ইদের আনন্দে মেতেছে সকলে। তবে আজ আবার আইপিএল-এ মহারণ। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স এবং কলকাতা নাইট রাইডার্স। আর তার আগে গুরবাজ এবং মইন আলিদের ঈদের দিনে বিরিয়ানি রান্না করে খাওয়ালেন রিঙ্কু সিং। যেই ভিডিও পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স।

সোশ্যাস মিডিয়ায় কলকাতা নাইট রাইডার্স দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, কলকাতার স্টাইলে বিরিয়ানি রান্না করছেন রিঙ্কু। পাশাপাশি নিজের জীবনের কথাও তুলে ধরেন নাইটদের তরুণ তুর্কী। যদিও বিরিয়ানি রান্নার সময় রিঙ্কু পাশে ছিলেন জনপ্রিয় শেফ। সেখানেই কলকাতার বিরিয়ানিতে যে একটা আলু থাকে, সেটা জানাতে ভুললেন না রিঙ্কু।

তবে শুধু বিরিয়ানি নয়, এই কথাবার্তার মধ্যেই রিঙ্কুর মুখে শোনা যায় কলকাতার বিভিন্ন মিষ্টি কথাও। এবং তা খাওয়ানো হয়। তাঁর চোখ বন্ধ করে বিভিন্ন খাবারের পরীক্ষাও নেওয়া হয়। সেই সময় সেখানে প্রবেশ করেন গুরবাজ ও মইন আলি। আর এর পরই ইদের দিন জমিয়ে বিরিয়ানি খান নাইট ক্রিকেটাররা।

আরও পড়ুন- কলকাতার বিরুদ্ধে নামার আগে সুখবর মুম্বই শিবিরে, বল হাতে অনুশীলন বুমরাহর