Sunday, November 9, 2025

রাজস্থানের কাছে ম্যাচ হারতেই ধোনিকে খোঁচা সেহবাগের

Date:

Share post:

গতকাল রাজস্থান রয়্যালসের কাছে হারের ফলে আইপিএল-এ টানা দু’ম্যাচে হারের মুখ দেখল চেন্নাই সুপার কিংস। আইপিএল-এ প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে জয়ের পর, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং রাজস্থান রয়্যালসের কাছে হারের মুখ দেখে সিএসকে। আর চেন্নাই হারতেই বইছে সমালোচনার ঝড়। বিশেষ করে প্রশ্ন উঠছে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে। কারণ চলতি আইপিএল-এ কখনও তিনি নামছেন ৯ নম্বরে, কখনও-বা ৭ নম্বরে। আর দুটো ম্যাচেই রান তাড়া করে জিততে পারেনি। আর এই হারের পর ধোনিকে খোঁচা ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগের।

চেন্নাইয়ের হারের পর সেহবাগ বলেন, “ ২ ওভারে ৪০ রান করা কঠিন কাজ। যত বড় ক্রিকেটার থাক না কেন, কাজটা কঠিন। দুয়েকবার হতে পারে। ধোনি একবার অক্ষর প্যাটেলের ওভারে ২৪-২৫ রান তুলেছিল, আরেকবার ইরফান পাঠানের ওভারে ১৯-২০ রান তুলেছিল। কিন্তু এক-দুটো ম্যাচের বাইরে আর কোনও উদাহরণ মনে আছে কি? গত পাঁচ বছরে সিএসকে ১৮০-র উপরে রান তাড়া করতে পারেনি।“

গতকাল প্রথমে ব্যাট করে ১৮২ রান করে রাজস্থান। জবাবে ব্যাট করতে নেমে ১৭৬ রানে গুটিয়ে যায় সিএসকে। এদিকে এই হারের কারণ হিসাবে দলের ওপেনিং ব্যাটিং লাইনকেই তুলে ধরলেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড। সিএসকে অধিনায়ক বলেন, “গত কয়েক বছরে তিন নম্বরে অজিঙ্ক রাহানে খেলত। মিডল অর্ডার সামলে রাখত অম্বাতি রায়ডু। তাই আমরা ভেবেছিলাম, এই মরশুম থেকে আমি মিডল অর্ডারে খেলব। কারণ, যে রকম পরিস্থিতি থাকবে সেই অনুযায়ী খেলতে হবে। ওপেন করতে নেমে ত্রিপাঠী দ্রুত রান করবে। সে যাই হোক, প্রতিটা ম্যাচেই আমাকে শুরুর কয়েক ওভারেই নামতে হচ্ছে। আমরা নিলামের সময় ঠিক করে নিয়েছিলাম, আমার ভূমিকা হবে ইনিংস ধরে খেলা। কিন্তু সেটা হচ্ছে না। ওপেনিং জুটি রান তুলতে না পারায় বড় রান করতে সমস্যা হচ্ছে।“

আরও পড়ুন- ইদের দিনে জমিয়ে বিরিয়ানি রান্না রিঙ্কুর, ভিডিও পোস্ট কলকাতার

spot_img

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...