Tuesday, November 4, 2025

পাথরপ্রতিমা বিস্ফোরণের ঘটনায় আটক কারখানার এক মালিক চন্দ্রকান্ত বণিক। মঙ্গলবার সকালে ঢোলাহাট থানার পুলিশ (Police) তাঁকে আটক করে। পাথরপ্রতিমার বাজি কারখানার বিস্ফোরণের ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করল নবান্ন (Nabbana)।

সোমবার রাতে বাসন্তীপুজোর জন্য একটি ঘরে বাজি তৈরি করা হচ্ছিল বলে খবর। রাত সাড়ে নটা নাগাদ হঠাৎই বিস্ফোরণ হয়। অভিযোগ, ঢোলাহাট থানা এলাকার চন্দ্রকান্ত বণিকের বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হচ্ছিল। আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। বাড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল। পুরো দুর্ঘটনার জেরে সারাবাড়িতে আগুন ধরে যায়। রাতেই শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়। এদিন ভোররাতে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার পরেই গা ঢাকা দেন কারখানার দুই মালিক চন্দ্রকান্ত বণিক ও তুষার বণিক। এদিন সকালে চন্দ্রকান্তকে আটক করেছে পুলিশ। তবে এখনও বেপাত্তা তুষার। এই ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নবান্ন (Nabbana)। কীভাবে এই ঘটনা ঘটল, জনবসতিপূর্ণ এলাকায় বাজি কারখানার লাইসেন্স ছিল কি না খতিয়ে দেখতে বলা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসকের কাছে ২৪ ঘন্টার মধ্যে ওই বিস্ফোরণের ঘটনায় দুই শিশুসহ যে ৮ জনের মৃত্যু হয়েছে তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে।

এদিকে এই বিস্ফোরণের পর মঙ্গলবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার বিভিন্ন জেলার পুলিশ সুপারদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে বেআইনি বাজি কারখানা ও আতশবাজি মজুত ইত্যাদি নিয়ে কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দেন ডিজি। থানা এলাকাভিত্তিক কোথাও এই ধরনের বেআইনি বাজি তৈরি এবং মমজুত চ্ছে কি না তার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানোর নির্দেশ দেন ডিজি। বেআইনি বাজি, বাজেয়াপ্ত করতে নিয়মিত চেকিং ও তল্লাশি নিয়মিত চালাতে প্রতিটি জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, জেলাভিত্তিক কোথায় কোথায় মাসে কোটি করে এই ধরনের তল্লাশি অভিযান হয়েছে সেই রিপোর্ট নবান্নে পাঠানোর নির্দেশ দিয়েছেন ডিজি। মঙ্গলবার বিকেলে ঢোলারহাটে বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ স্কুলে তদন্তে যায় ফরেনসিক টিম।

Related articles

বিশ্বকাপ জিতেই গিটার হাতে তৈরি জেমাইমা, কাকে দিলেন গান গাওয়ার প্রস্তাব?

ব্যাট হাতে রান তুলতে যেমন দক্ষ তেমনই গিটারের সুরেও সমান সাবলীল জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues )।  বিশ্বকাপ জিতেছে  গিটার...

প্লেনের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে ভাবুন! বেঁচে যেতে পারে টিকিটের টাকা

বিমানে চাপার দুর্ভোগ নিয়ে অভিযোগে জেরবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। বিমানযাত্রীদের থেকে অভিযোগ গ্রহণ করতে বাধ্য হয়েছে...

বিচার বিভাগের নতুন প্রকল্পে ব্যয়ের সীমা বাড়াল রাজ্য 

রাজ্যের বিচার ব্যবস্থার উন্নয়নমূলক প্রকল্পগুলিতে ব্যয় করার ক্ষেত্রে আরও স্বাধীনতা পেল আইন ও বিচার দফতর। অর্থ দফতরের একটি...

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...
Exit mobile version