Friday, November 7, 2025

বাগুইআটির ফ্ল্যাটে তরুণী নর্তকীর মৃতদেহ উদ্ধার, গ্রেফতার পুরুষ বন্ধু

Date:

ফের খবরের শিরোনামে বাগুইআটি। ওই এলাকার দেশবন্ধু নগর এলাকার এক অভিজাত আবাসনের তিনতলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে এক তরুণীর দেহ।প্রতিবেশীরা জানিয়েছেন, ওই তরুণী পানশালার নর্তকী ছিলেন। কীভাবে এই ভয়াবহ ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই, তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে ওই নর্তকীর ফ্ল্যাটে তার এক পুরুষ বন্ধুও উপস্থিত ছিলেন।ফ্ল্যাটে ওই ছেলেটির জন্মদিন পালন করছিলেন ওই নর্তকী। তবে এই দু’জন ছাড়া আর কেউ সেখানে ছিলেন না বলেই জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ফ্ল্যাটের ভেতরে খাটের ওপর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

ওই তরুণীর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ইতিমধ্যেই, তদন্তে নেমে ওই নর্তকীর বন্ধুকে আটক করেছে বাগুইহাটি থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জন্মদিনের পার্টি শেষে দু’জনেই ঘরের মধ্যে ছিলেন। আবাসনের কোলাপসেবল গেটে তালা মারা ছিল। পুলিশের প্রাথমিক অনুমান, ঘরের ভেতরে কী কাণ্ড ঘটেছিল তা শুধুমাত্র ওই নর্তকীর পুরুষ সঙ্গীরই জানার কথা। পুলিশ আরও জানিয়েছে, আবাসনের চাবি ওই তরুণীর কাছে থাকায় কোনওভাবেই পালাতে পারেনি ওড়িশার যুবক। কোলাপসেবল গেটের দরজা এবং তিনটি তালা ভেঙে তরুণীর নিথর দেহটি উদ্ধার করে বাগুইহাটি থানার পুলিশ। ওই তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...
Exit mobile version