Sunday, November 16, 2025

আশঙ্কাই সত্যি, জগদ্দলে গুলি-কাণ্ডে অর্জুন সিংয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

Date:

গ্রেফতারির আশঙ্কা আগেই করেছিলেন। সেই গ্রেফতারি এড়াতে হাইকোর্টে রক্ষাকবচ চেয়ে আবেদন করেছিলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কিন্তু শেষ রক্ষা হল না।জগদ্দলে গুলি চালানোর কাণ্ডে অর্জুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ব্যারাকপুর এসিজেএম আদালত। মঙ্গলবার তদন্তকারী অফিসার, বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করেছে আদালত।

বর্তমানে অর্জুন সিং রাজ্যের নেই।দিন কয়েক আগে এই মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল। অর্জুন সিংকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছিল।প্রসঙ্গত, গত বুধবার রাতে মেঘনা জুটমিলের মধ্যে এক শ্রমিককে অর্জুন সিংয়ের লোকজন মারধর করছে বলে অভিযোগ। তার পরিবারের কয়েকজন মিলে ওই শ্রমিককে উদ্ধারের জন্য মিলের গেটে যান। সেই সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, অর্জুন সিং তখন দলবল নিয়ে বাঁশ, লাঠি, বোমা-বন্দুক নিয়ে হামলা করেন। কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়। গুলিবিদ্ধ হন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের বন্ধু মহম্মদ সাদ্দাম।

অনেক কষ্টে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ দু দু’বার অর্জুন সিংকে তলব করে। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। এরপর তাকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। বাড়িতে পুলিশি হেনস্থা এবং গ্রেফতারির বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এখন তিনি ভিন রাজ্যে গিয়েছেন কাজের জন্য। এই পরিস্থিতিতে এই গ্রেপতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি রাজ্যে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version