Tuesday, November 4, 2025

গুজরাটে বাজি কারখানায় প্রবল বিস্ফোরণের জেরে অন্তত ভেঙে পড়ল গোটা কারখানা। প্রাথমিকভাবে কারখানার ভাঙা অংশ থেকে পাঁচ জনের দেহ উদ্ধার হয়। হাসপাতালে মৃত্যু হয় আরও চারজনের। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলেও দাবি করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বিস্ফোরণের (blast) পরে আগুন লেগে বহু মানুষ কারখানা চত্বরে আটকে পড়েন। সেই সঙ্গে ভাঙা অংশের তলাতেও অনেকের চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। শিল্পক্ষেত্র এলাকায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রশ্ন উঠেছে জনবহুল এলাকায় কীভাবে বিস্ফোরক নিয়ে বাজি তৈরির অনুমতি দেওয়া হল, তা নিয়ে।

মঙ্গলবার সকাল সাড়ে নটা নাগাদ গুজরাটের (Gujarat) বনসকণ্ঠ এলাকার দিশা শিল্পক্ষেত্র কেঁপে ওঠে প্রবল বিস্ফোরণের শব্দে। এরপরই সেখানে একটি বাজি (fire cracker) কারখানায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায়। পরপর সেখানে বিস্ফোরণের শব্দও শোনা যায়। দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও ততক্ষণে আগুন ছড়িয়ে পড়ে কারখানার কর্মীদের বাসস্থান এলাকাতেও। আগুনের কারণে জীবিত কর্মীরা আটকে পড়েন।

বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল, যাতে কারখানার ছাদও ভেঙে পড়ে। সেই ভাঙা ছাদের তলায় আটকে পড়েন বহু মানুষ। জানান স্থানীয় জেলাশাসক। বাজি (fire cracker) তৈরির সময়ই বিস্ফোরণ (blast), না কি আগে আগুন লেগে যাওয়ার কারণে বিস্ফোরণ, তা নিয়ে এখনও ধন্দে দমকল বিভাগ। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলে বিস্ফোরণের আসল কারণ জানা সম্ভব নয় বলে জানানো হয় দমকলের তরফে। ঘটনাস্থল থেকে প্রথমে উদ্ধার হয় পাঁচজনের মৃতদেহ। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় নিয়ে যাওয়া হয় চারজনকে। এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে জানা যায়, হাসপাতাল সূত্রে।

Related articles

ফের SIR আতঙ্কে কীটনাশক খেয়ে আত্মহত্যার অভিযোগ, চাঞ্চল্য কান্দিতে

উলুবেড়িয়ার পরে কান্দি (Kandi)। ফের SIR আতঙ্কের বলি মুর্শিদাবাদের কান্দির এক ব্যক্তি। নিজের বাড়ি এমনকী দেশ ছেড়ে চলে...

মুখোমুখি যাত্রীবাহী ট্রেন ও মালগাড়ি! ছত্তিশগড়ে বিরাট দুর্ঘটনায় বাড়ছে মৃত্যু

এমন দুর্ঘটনা যেন ছিল সময়ে অপেক্ষা। ভারতীয় রেলের নজিরবিহীন গাফিলতিতে ফের বড় সড় ট্রেন দুর্ঘটনা। ছত্তিশগড়ের (Chhattisgarh) বিলাসপুরে...

মুখ্যমন্ত্রীকে কুকথা! সমনের বিরোধিতায় বিজেপির কৌস্তভের আবেদন খারিজ হাই কোর্টে

হাই কোর্টের নির্দেশে আরও বিপাকে বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয় তুলে অনলাইনে...

বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রের বিজেপি-সরকার ভেঙে দেব: হুঁশিয়ারি মমতার

"বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেব"- মঙ্গলবার বাংলার ভোটাধিকার রক্ষার্থে আয়োজিত মহামিছিলের...
Exit mobile version