Sunday, May 4, 2025

মাঠে ফিরেই গোল করেছেন ২৩ বছর বয়সী তরুণ উইঙ্গার সাকা।আর তার দল আর্সেনালও পেয়েছে দারুণ জয়।মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করেছে আর্সেনাল। সাকা ছাড়া অন্য গোলটি করেছেন বদলি স্ট্রাইকার মিকেল মেরিনো।জয়ের মুখ দেখল উলভারহ্যাম্পটন।যদিও

হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মরসুমে খারাপ ফর্ম থেকে ঘুরে দাঁড়াতে পারছে না ম্যানইউ। আবারও হারের মুখ দেখতে হয়েছে তাদের। মঙ্গলবার নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে তারা।ব্রুনো ফার্নান্ডেজদের ১-০ গোলে হারিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের পথে আরও এক ধাপ এগোল নটিংহ্যাম ফরেস্ট।

ঘরের মাঠে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। খেলার ৩৭ মিনিটে মিকেল মেরিনোর গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বকায়ো সাকা। চোট সারিয়ে মাঠে ফিরেই গোল পেলেন তিনি। খেলার সংযুক্ত সময়ে ফুলহ্যামের হয়ে ব্যবধান কমান রডরিগো মুনোজ। এদিনের জয়র পর, ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান দখলে রেখে দিল আর্সেনাল। অন্য দিকে, উলভারহ্যাম্পটন ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। খেলার ২১ মিনিটে উলভসের হয়ে জয়সূচক গোলটি করেন জর্জেন লারসেন।

এদিকে, দুঃসময় যেন কাটতেই চাইছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। অ্যাওয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যান ইউ। পাঁচ মিনিটের মাথায় নটিংহ্যাম ফরেস্টের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। যিনি আবার ম্যান ইউয়ের প্রাক্তনী। নিজেদের অর্ধ থেকে একাই বল নিয়ে দৌড়ে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন এলাঙ্গা। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। এদিনের জয়ের পর, ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ছ’নম্বরে উঠে এল নটিংহ্যাম ফরেস্ট। ৩০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যান ইউ।

 

Related articles

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...
Exit mobile version