Sunday, November 9, 2025

প্রিমিয়ার লিগে আর্সেনালের জয়ের রাতে হারল ম্যানচেস্টার ইউনাইটেড

Date:

মাঠে ফিরেই গোল করেছেন ২৩ বছর বয়সী তরুণ উইঙ্গার সাকা।আর তার দল আর্সেনালও পেয়েছে দারুণ জয়।মঙ্গলবার প্রিমিয়ার লিগে ফুলহ্যামের বিপক্ষে ২-১ গোলে জয় লাভ করেছে আর্সেনাল। সাকা ছাড়া অন্য গোলটি করেছেন বদলি স্ট্রাইকার মিকেল মেরিনো।জয়ের মুখ দেখল উলভারহ্যাম্পটন।যদিও

হেরে গিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল নটিংহ্যাম ফরেস্ট ও ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মরসুমে খারাপ ফর্ম থেকে ঘুরে দাঁড়াতে পারছে না ম্যানইউ। আবারও হারের মুখ দেখতে হয়েছে তাদের। মঙ্গলবার নটিংহ্যামের কাছে ১-০ গোলে হেরেছে তারা।ব্রুনো ফার্নান্ডেজদের ১-০ গোলে হারিয়ে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জনের পথে আরও এক ধাপ এগোল নটিংহ্যাম ফরেস্ট।

ঘরের মাঠে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে ফুলহ্যামকে। খেলার ৩৭ মিনিটে মিকেল মেরিনোর গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বকায়ো সাকা। চোট সারিয়ে মাঠে ফিরেই গোল পেলেন তিনি। খেলার সংযুক্ত সময়ে ফুলহ্যামের হয়ে ব্যবধান কমান রডরিগো মুনোজ। এদিনের জয়র পর, ৩০ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থান দখলে রেখে দিল আর্সেনাল। অন্য দিকে, উলভারহ্যাম্পটন ১-০ গোলে হারিয়েছে ওয়েস্ট হ্যামকে। খেলার ২১ মিনিটে উলভসের হয়ে জয়সূচক গোলটি করেন জর্জেন লারসেন।

এদিকে, দুঃসময় যেন কাটতেই চাইছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। অ্যাওয়ে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল ম্যান ইউ। পাঁচ মিনিটের মাথায় নটিংহ্যাম ফরেস্টের হয়ে জয়সূচক গোলটি করেন অ্যান্থনি এলাঙ্গা। যিনি আবার ম্যান ইউয়ের প্রাক্তনী। নিজেদের অর্ধ থেকে একাই বল নিয়ে দৌড়ে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন এলাঙ্গা। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও সমতা ফেরাতে পারেনি ম্যান ইউ। এদিনের জয়ের পর, ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের ছ’নম্বরে উঠে এল নটিংহ্যাম ফরেস্ট। ৩০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে ম্যান ইউ।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version