লিগ টেবিলের একেবারে তলানিতে যাদের দেখা যেত ২০২৫ – এর আইপিএল (IPL 2025) শুরু হতে না হতেই সকলকে চমকে দিয়ে ম্যাজিক দেখাতে শুরু করেছে সেই পাঞ্জাব কিংস (PBKS)। টসে হেরে ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়ে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই লখনৌয়ের ধরাশায়ী অবস্থা হল। মিচেল মার্শ, এইডেন মার্করাম এবং ঋষভ পন্থ (Rishav Panth) যখন প্যাভিলিয়নে ফিরে গেছেন তখন দলের স্কোর মাত্র ৩৯। নিকোলাস পুরান এবং আয়ুশ বাদোনি কিছুটা লড়াই করলেন বটে। শেষদিকে আবদুল সামাদ ১২ বলে ২৭ রানের ইনিংস খেলে লখনউকে ১৭১ রানের সম্মানজনক জায়গায় পৌঁছে দিলেও প্রাক্তন কেকেআর অধিনায়কের দুরন্ত ব্যাটিং স্কিল সহজ জয় এনে দিল PBKS-কে। ম্যাচের শেষে ক্রিকেট বোদ্ধারা বলছেন রিকি পন্টিং (Ricky ponting) এবং শ্রেয়স আইয়ারের (Shreyash Iyer) ছোঁয়ায় যেন রূপকথার মতো বদলে গিয়েছে পাঞ্জাব কিংস। দুই ম্যাচের দুটোতেই জয় পেয়ে আপাতত লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। এক নম্বরে রয়েছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) । তারাও দুটো ম্যাচ খেলে দুটোতেই জয় পেয়েছে, তবে রানরেটে পাঞ্জাবের থেকে একটু এগিয়ে বিরাটের দল।

১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখানে স্টেডিয়ামে ব্যাট করতে নামে পাঞ্জাব দল। LSG বোলাররা ঘরের মাঠে বিশেষ ছাপ ফেলতে পারেননি। PBKS এর হয়ে প্রভসিমরন মাত্র ৩৪ বলে ৬৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। শ্রেয়স করেন ৩০ বলে ৫২। নেহাল ওয়াধেরা ২৫ বলে ৪৩ রানের সৌজন্যে ১৭ ওভার শুরু হতে না হতেই আট উইকেটে নিজেদের জয় নিশ্চিত করে পাঞ্জাব। ম্যাচ শেষে বিশেষজ্ঞরা বললেন শ্রেয়স যে ফর্মে ব্যাটিং করছেন এবং অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন তাতে ইতিমধ্যেই চলতি টুর্নামেন্টে কাপ ঘরে আনার স্বপ্ন দেখতে শুরু করেছেন PBKS অনুরাগীরা।

–

–


–


–

–

–

–
–

–
