Wednesday, August 27, 2025

পরপর তিনবার জয়ের সম্ভাবনা নিয়ে চলতি মরসুমে এর আগে কিছুই বলেননি হান্সি ফ্লিক। মুখ খুললেন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে বুধবার রাতে শেষ বাঁশি বাজার পর। ততক্ষণে বার্সেলোনা কোপা দেল রে ফাইনালে পৌঁছে গিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্বপ্ন তো দেখাই যায়। স্বপ্ন দেখার অনুমতিটা আছে। কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে। কঠোর পরিশ্রমও করতে হবে, যেটা আমরা করব। এটা সহজ নয়।

ফ্লিকের বার্সেলোনা চলতি মরসুমে ট্রেবল জয়ের পথেই আছে।এখনও ৯ ম্যাচ বাকি। দ্বিতীয় রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে লা লিগা টেবিলের শীর্ষে ফ্লিকের দল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের টিকিটও মিলে গিয়েছে। আর বুধবার রাতে কোপা দেল রে সেমিফাইনালে ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ১–০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে ফাইনাল। দুই লেগ মিলিয়ে ৫–৪ গোলে জিতেছে বার্সা।

সেভিয়ায় ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালে বার্সার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। স্পেনের বার্ষিক এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রিয়াল-বার্সাকে মুখোমুখি দেখা যাবে ১১ বছর পর। ২০১৪ সালের সেই ফাইনালে জেরার্দো মার্তিনোর বার্সাকে ২–১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল। কিন্তু ফ্লিকের এই বার্সাকে কি হারাতে পারবে আনচেলত্তির দল? প্রশ্নটি উঠছে, চলতি বছর বার্সার অসাধারণ পারফরম্যান্সের কারণে।

এখনও পর্যন্ত ২১ ম্যাচে ১৮ জয়, ৩ ড্র ও ৬৫ গোল করেছে ফ্লিকের বার্সা। সর্বশেষ ফেরান তোরেসের করা গোলটি বার্সাকে তুলেছে ফাইনালে।মেত্রোপলিতানোয় ২৭ মিনিটের সেই গোল চলতি মরসুমে বার্সার পারফরমেন্সও বদলে দিয়েছে। বিরতির পর বদলি হয়ে আতলেতিকো স্ট্রাইকার আলেক্সান্দার সোরলথ কাছ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট না করলে স্কোরলাইন অন্য রকম হতে পারত। শেষ পর্যন্ত কোপা দেল রেতে ১৯তম বারের মতো ক্লাসিকো ফাইনাল নিশ্চিত হয় বার্সার। আগের ১৮টি ক্লাসিকো ফাইনালের মধ্যে ১১বার জিতেছে রিয়াল। তবে এই মরসুমে দুবারের সাক্ষাতেই রিয়ালকে নাকানি–চোবানি খাইয়েছে বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত অক্টোবরে লা লিগায় জিতেছে ৪–০ গোলে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গত জানুয়ারিতে জিতেছে ৫–২ গোলে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পাশাপাশি লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আতলেতিকো। দলটির কোচ দিয়েগো সিমিওনে তবু মনে করেন, এই মরসুমে এখনও পর্যন্ত তার দল ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version