Monday, November 10, 2025

পরপর তিনবার জয়ের সম্ভাবনা নিয়ে চলতি মরসুমে এর আগে কিছুই বলেননি হান্সি ফ্লিক। মুখ খুললেন মাদ্রিদের মেত্রোপলিতানো স্টেডিয়ামে বুধবার রাতে শেষ বাঁশি বাজার পর। ততক্ষণে বার্সেলোনা কোপা দেল রে ফাইনালে পৌঁছে গিয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, স্বপ্ন তো দেখাই যায়। স্বপ্ন দেখার অনুমতিটা আছে। কিন্তু আমাদের মনোযোগী থাকতে হবে। কঠোর পরিশ্রমও করতে হবে, যেটা আমরা করব। এটা সহজ নয়।

ফ্লিকের বার্সেলোনা চলতি মরসুমে ট্রেবল জয়ের পথেই আছে।এখনও ৯ ম্যাচ বাকি। দ্বিতীয় রিয়াল মাদ্রিদের সঙ্গে ৩ পয়েন্ট ব্যবধানে লা লিগা টেবিলের শীর্ষে ফ্লিকের দল। চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের টিকিটও মিলে গিয়েছে। আর বুধবার রাতে কোপা দেল রে সেমিফাইনালে ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ১–০ গোলে হারিয়ে নিশ্চিত হয়েছে ফাইনাল। দুই লেগ মিলিয়ে ৫–৪ গোলে জিতেছে বার্সা।

সেভিয়ায় ২৬ এপ্রিল কোপা দেল রে ফাইনালে বার্সার প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। স্পেনের বার্ষিক এই ফুটবল প্রতিযোগিতার ফাইনালে রিয়াল-বার্সাকে মুখোমুখি দেখা যাবে ১১ বছর পর। ২০১৪ সালের সেই ফাইনালে জেরার্দো মার্তিনোর বার্সাকে ২–১ গোলে হারিয়েছিল কার্লো আনচেলত্তির রিয়াল। কিন্তু ফ্লিকের এই বার্সাকে কি হারাতে পারবে আনচেলত্তির দল? প্রশ্নটি উঠছে, চলতি বছর বার্সার অসাধারণ পারফরম্যান্সের কারণে।

এখনও পর্যন্ত ২১ ম্যাচে ১৮ জয়, ৩ ড্র ও ৬৫ গোল করেছে ফ্লিকের বার্সা। সর্বশেষ ফেরান তোরেসের করা গোলটি বার্সাকে তুলেছে ফাইনালে।মেত্রোপলিতানোয় ২৭ মিনিটের সেই গোল চলতি মরসুমে বার্সার পারফরমেন্সও বদলে দিয়েছে। বিরতির পর বদলি হয়ে আতলেতিকো স্ট্রাইকার আলেক্সান্দার সোরলথ কাছ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট না করলে স্কোরলাইন অন্য রকম হতে পারত। শেষ পর্যন্ত কোপা দেল রেতে ১৯তম বারের মতো ক্লাসিকো ফাইনাল নিশ্চিত হয় বার্সার। আগের ১৮টি ক্লাসিকো ফাইনালের মধ্যে ১১বার জিতেছে রিয়াল। তবে এই মরসুমে দুবারের সাক্ষাতেই রিয়ালকে নাকানি–চোবানি খাইয়েছে বার্সা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত অক্টোবরে লা লিগায় জিতেছে ৪–০ গোলে। স্প্যানিশ সুপার কাপ ফাইনালে গত জানুয়ারিতে জিতেছে ৫–২ গোলে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ছিটকে পড়ার পাশাপাশি লিগ টেবিলে শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৯ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে আতলেতিকো। দলটির কোচ দিয়েগো সিমিওনে তবু মনে করেন, এই মরসুমে এখনও পর্যন্ত তার দল ভাল প্রতিদ্বন্দ্বিতা করেছে।

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version