শ্রমিক উন্নয়নে সংসদে ওঠা প্রত্যেকটি প্রশ্নের মিথ্যা জবাব দিচ্ছে কেন্দ্র। বৃহস্পতিবার তা আরও একবার প্রমাণ হয়ে গেল। ফের সাংসদ তথা আইএনটিটিইউসির রাজ্যসভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়ে ধরাশায়ী কেন্দ্র।

বৃহস্পতিবার সাংসদ ঋতব্রত মুর্শিদাবাদের তারাপুরে কেন্দ্রের বিড়ি শ্রমিকদের হাসপাতালের বিস্তারিত রিপোর্ট চান। এর উত্তরেই দেখা যায়, কয়েকদিন আগে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট এবং এদিনের দেওয়া তথ্যে কোনও মিল নেই। স্ট্যান্ডিং কমিটির রিপোর্টে ছিল, মেডিক্যাল অফিসার এবং বিশেষজ্ঞ মিলিয়ে ১২টি পোস্ট। ৩ জন আছেন আর বাকি ৯টি পোস্ট খালি। আর বৃহস্পতিবারের উত্তরে বলা হয়েছে ৫জন মেডিক্যাল অফিসার আছেন। একইভাবে চিকিৎসকদের জন্য তথ্য দেওয়া হয়েছে তাতেও কোনও মিল পাওয়া যায় নি। টেকনিশিয়ান পদের ক্ষেত্রে স্ট্যান্ডিং কমিটিতে বলা হয়েছে ১ জন নেই। অথচ এদিনের রিপোর্টে বলা হয়েছএ সমস্ত টেকনিশিয়ান আছেন। অর্থাৎ ঋতব্রতর প্রশ্নের উত্তরে কেন্দ্র পুরোটাই মিথ্যা জবাব দিয়েছে এমনটাই বলা যায়। এই প্রসঙ্গে ঋতব্রত বলেন, কেন্দ্রের উত্তরে গুলিয়ে যাচ্ছে ঠিক বেঠিক। এককথায় ৬৫ বেডের হাসপাতাল ধুঁকছে। কবে স্বাভাবিকভাবে পরিষেবা পাবেন শ্রমিকেরা? এর জবাব দিক কেন্দ্র।

আরও পড়ুন – বাড়ল ৫ হাজার কোটি! বিজেপি-রাজ্যকে পিছনে ফেলে বাণিজ্যিক কর আদায়ে রেকর্ড গড়ল বাংলা

_


_


_

_

_

_