Thursday, August 21, 2025

আইএসএল সেমিফাইনালের প্রথম পর্বে জামশেদপুরের কাছে মোহনবাগানের হার!

Date:

আইএসএল (ISL) সেমিফাইনালের প্রথম পর্বে মোহনবাগান পরাজিত হল জামশেদপুরের কাছে! নিজেদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় পেল খালিদ জামিলের দল। ম্যাচের অতিরিক্ত সময়ে জাভি হার্নান্ডেজের দুর্দান্ত শটে জামশেদপুর জয় নিশ্চিত করে।

এদিন ম্যাচের শুরুতেই পেনাল্টির সম্ভাবনা তৈরি করেছিল জামশেদপুর , তবে রেফারি কর্নার দেন। ২৪ মিনিটে প্রথম গোল করেন জামশেদপুরের সিভেরিও। ৩৭ মিনিটে সমতা ফেরান মোহনবাগানের জেসন কামিংস দুর্দান্ত ফ্রি-কিকে। ৯১ মিনিটে জাভি হার্নান্ডেজের গোলেই জয় নিশ্চিত হয় জামশেদপুরের।

আসলে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পরেও দীর্ঘক্ষণ ১-১ ছিল ম্যাচের ফল। ম্যাচের একেবারে শেষ দিকে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল জামশেদপুরের। মাঠের বাঁদিক থেকে ঋত্বিক দাসের ক্রস ধরে বিদ্যুৎগতিতে শট মারেন জাভি হার্নান্ডেজ। ওখানেই ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। তবে হারলেও ফাইনালে যাওয়ার যথেষ্ট আশা রয়েছে মোহনবাগানের। ম্যাচ শেষে কোচ মোলিনা জানিয়েছেন, টিমের পারফরম্যান্সে তিনি খুশি। ফিরতি লেগে যুবভারতীতে একেবারে অন্য রূপে নামবে সবুজ-মেরুন ব্রিগেড।

জামশেদপুরের কোচ খালিদ জামিল বলেন,আমার খেলোয়াড়রা ম্যাচের গুরুত্ব বুঝেছিল এবং পেশাদারিত্বের সঙ্গে খেলেছে। এখন আমাদের মূল লক্ষ্য দ্রুত রিকভারি করা এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত হওয়া।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version