Sunday, November 9, 2025

উত্তর পূর্বের অশান্ত রাজ্যকে শান্ত করতে না পারায় আগেই ইস্তফা দিতে হয়েছিল মনিপুরের মুখ্যমন্ত্রীকে। ফেব্রুয়ারি থেকেই সে রাজ্যে জারি করা হয় রাষ্ট্রপতি শাসন (President’s rule in Manipur)। এবার সরকার বনাম বিরোধী পক্ষের আলোচনা বাদানুবাদের পর অবশেষে লোকসভাতেও (Loksabha) মিললো অনুমোদন। বুধবার গভীর রাতে, মনিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে সংবিধিবদ্ধ প্রস্তাব গৃহীত হয়েছে লোকসভায়। সেখানে রাষ্ট্রপতি শাসন জারির বিষয়টি অনুমোদন করার কথা উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

ওয়াকফ সংশোধনী বিল (WAQF Bill) নিয়ে বিস্তারিত আলোচনার মাঝেই বুধবার মধ্যরাতে সংসদে মনিপুর প্রসঙ্গ উঠে। কংগ্রেসের সাংসদ শশী থারুর জানান, সাংবিধানিক প্রয়োজনীয়তার কারণেই এই নিয়ে আলোচনা হয়েছে। তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh) প্রশ্ন তোলেন, উত্তর পূর্বের রাজ্যের অস্থির পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারার দায় না নিয়ে কেন রাষ্ট্রপতি শাসনেই বিকল্প খোঁজার চেষ্টা করছে কেন্দ্র? যেভাবে মোদি- শাহদের একাধিক বক্তৃতায় খুব সতর্কভাবে মনিপুর প্রসঙ্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা হয় তা নিয়েও সরব হন যাদবপুরের সাংসদ। প্রায় দু’বছর ধরে মেতেই ও কুকি জনগোষ্ঠীর সংঘর্ষে বিরামহীন হিংসার সাক্ষী থেকেছে মনিপুর (Manipur)। এই নিয়ে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মধ্যে পড়তে হয় তৎকালীন মুখ্যমন্ত্রী বীরেন সিংকে (Biren Singh)। চাপের মুখে পড়ে ফেব্রুয়ারি মাসে তিনি ইস্তফা দিতে বাধ্য হন। এরপর গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। বুধবার অনুমোদনের সিলমোহর দিলে লোকসভা।

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version