Sunday, November 2, 2025

অত্যাবশ্যকীয় ওষুধের লাগামছাড়া দাম! প্রতিবাদে পথে তৃণমূল ছাত্র পরিষদ

Date:

দেশের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোদি জমানায় সবথেকে বেশি বেড়েছে সাম্প্রতিককালেই। আর এবার জীবনদায়ী ওষুধের (life saving drugs) লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি করে গোটা দেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিবাদে বাংলা থেকে সরব হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য থেকে ব্লক স্তরে প্রতিবাদের জন্য একাধিক কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। সেই মতো শুক্রবার রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।

তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা শাখা শুক্রবার কলেজ স্ট্রিট থেকে শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল ও প্রতিবাদ কর্মসূচি নেয়। নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর স্পষ্ট কথা, জীবনদায়ী ওষুধের (life saving drugs) মূল্য বৃদ্ধি কেন্দ্র সরকারের। আগে সাধারণ মানুষের পেটে লাথি মারা তো হয়েই ছিল, এবার হত্যা করার পরিকল্পনা। অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে, যার মধ্যে ক্যান্সারের ওষুধও রয়েছে।

এই পরিস্থিতিতে শুধু শুক্রবার নয়, প্রতিদিনই রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, জানান তৃনাঙ্কুর। কেন্দ্র সরকারকে স্পষ্ট করে দেন শুধুমাত্র ওষুধ নয় জীবন বীমা, মেডিক্লেম-এর উপর ১৮ শতাংশ জিএসটি (GST) লাগু করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি রোধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসরণ করে ন্যায্য মূল্যের ওষুধের ব্যবস্থা করুন।

শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পর শনিবারও তৃণমূল ছাত্র পরিষদের ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি রয়েছে, বলে জানান তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সভাপতি। পাশাপাশি রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি আরও তীব্র হবে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ না হলে, দাবি তৃণাঙ্কুরের।

Related articles

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...

শুভেন্দুর স্বাস্থ্য শিবিরে জাতীয় মহিলা কমিশনের সদস্যা! নিরপেক্ষতা কোথায়? প্রশ্ন তৃণমূলের

জাতীয় মহিলা কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস। অভিযোগ, বিজেপির নির্দেশ মেনে ও রাজনৈতিক স্বার্থে কাজ করছে...
Exit mobile version