দেশের প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মোদি জমানায় সবথেকে বেশি বেড়েছে সাম্প্রতিককালেই। আর এবার জীবনদায়ী ওষুধের (life saving drugs) লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি করে গোটা দেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রতিবাদে বাংলা থেকে সরব হওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য থেকে ব্লক স্তরে প্রতিবাদের জন্য একাধিক কর্মসূচির ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী। সেই মতো শুক্রবার রাস্তায় নামল তৃণমূল ছাত্র পরিষদ (TMCP)।
তৃণমূল ছাত্র পরিষদের কলকাতা শাখা শুক্রবার কলেজ স্ট্রিট থেকে শিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত মিছিল ও প্রতিবাদ কর্মসূচি নেয়। নেতৃত্বে ছিলেন তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর স্পষ্ট কথা, জীবনদায়ী ওষুধের (life saving drugs) মূল্য বৃদ্ধি কেন্দ্র সরকারের। আগে সাধারণ মানুষের পেটে লাথি মারা তো হয়েই ছিল, এবার হত্যা করার পরিকল্পনা। অত্যাবশ্যকীয় ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে, যার মধ্যে ক্যান্সারের ওষুধও রয়েছে।
এই পরিস্থিতিতে শুধু শুক্রবার নয়, প্রতিদিনই রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি নিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ, জানান তৃনাঙ্কুর। কেন্দ্র সরকারকে স্পষ্ট করে দেন শুধুমাত্র ওষুধ নয় জীবন বীমা, মেডিক্লেম-এর উপর ১৮ শতাংশ জিএসটি (GST) লাগু করা হয়েছে। এই মূল্য বৃদ্ধি রোধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসরণ করে ন্যায্য মূল্যের ওষুধের ব্যবস্থা করুন।
শুক্রবার কলকাতায় বিক্ষোভ কর্মসূচি পর শনিবারও তৃণমূল ছাত্র পরিষদের ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি রয়েছে, বলে জানান তৃণমূল ছাত্র পরিষদ (TMCP) সভাপতি। পাশাপাশি রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি আরও তীব্র হবে ওষুধের মূল্য নিয়ন্ত্রণ না হলে, দাবি তৃণাঙ্কুরের।
–
–
–
–
–
–
–