Monday, November 3, 2025

শ্রীলঙ্কার মিত্র বিভূষণ মোদিকে, ভারতের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দ্বীপরাষ্ট্রের

Date:

প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পরে প্রথম বিদেশ সফর ছিল ভারত। সেই রাষ্ট্রপতি অনুরা দিস্সনায়েকের (Anura Dissanayake) প্রতি সমান সম্মান জানিয়ে এবার শ্রীলঙ্কা সফরে নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতের স্বার্থ রক্ষাও যে কলম্বো (Colombo) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য, তাও তিনি স্পষ্ট করে দিলেন। এই সফরে বিদেশীদের প্রতি শ্রীলঙ্কার (Srilanka) সর্বোচ্চ সম্মান মিত্র বিভূষণ (Mitra Vibhushana) সম্মানে সম্মানিত করা হল মোদিকে।

শ্রীলঙ্কার তরফ থেকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত সব ক্ষেত্রের নিশ্চয়তা আদায় করে নেওয়া হল প্রধানমন্ত্রীর কলম্বো সফরে। শ্রীলঙ্কার মাটিতে বা তার জল সীমানার মধ্যে এমন কোন ধরনের কাজ প্রশ্রয় দেওয়া হবে না যা ভারতের নিরাপত্তা লঙ্ঘন করে, এমন প্রতিশ্রুতিবদ্ধ হলেন অনুরা দিস্সনায়েকে (Anura Dissanayake)। সম্প্রতি শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করে ভারতের উপর চাপ বাড়ানোর চীনের পন্থায় নতুন আশঙ্কা তৈরি হচ্ছিল। প্রধানমন্ত্রী এই সফরে তা খানিকটা হলেও কমেছে।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর অনুরা দিস্সনায়েকের ভারত সফরে তাঁকে রাজরচিত সম্মান দিয়েছিল ভারত। তারই প্রতিদান হিসেবে সমান সম্মান মোদিকে জানানো হয় কলোম্বোয় (Colombo)। সম্মানিত করা হয় মিত্র বিভূষণ (Mitra Vibhushana) সম্মানে। নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের সোশ্যাল মিডিয়ায় এই সম্মানের কথা ভাগ করে নিয়েছেন।

অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার পর প্রবল বিদ্রোহ বিক্ষোভ পরিস্থিতি থেকে বর্তমানে শান্তিপথে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা (Srilanka)। আর্থিকভাবে ভেঙে পড়া শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত, প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিরাপত্তা সংক্রান্ত একাধিক মউ স্বাক্ষরিত হয় বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।

Related articles

মঙ্গলে মহামিছিল! নিজের লেখা-সুর দেওয়া গান পোস্ট করে আহ্বান তৃণমূল সভানেত্রীর

একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে- জানিয়েছে রাজ্যের শাসকদল। কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্রের প্রতিবাদে মঙ্গলবার পথে...

একসাথে লড়াই হবে: শোভন-বৈশাখীকে স্বাগত অভিষেকের, পদ নিয়ে দলের ওয়ার্কিং কমিটিতে সিদ্ধান্ত

তৃণমূল ভবনে আনুষ্ঠিকভাবে দলে যোগ দিয়েই কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে দেখা করতে...

মেয়ে বিশ্বকাপজয়ী! আবেগে-চোখের জলে ভাষা হারিয়েছেন রিচার গর্বিত পিতা

সন্দীপ সুর বিশ্বকাপজয়ী মেয়ের জন্য গর্বিত পিতা। স্টেডিয়ামে বসেই সাক্ষী থেকেছেন মেয়ের বিশ্বকাপ জয়ের মুহুর্তের। সোমবার বিকেলেও যেন ঘোর...

প্রেরণা-র বইপ্রকাশে বেথুনের প্রাক্তনীর মিলনমেলা

কলকাতার (Kolkata) অ্যাগোরা স্পেসে ২রা নভেম্বর রবিবার আয়োজিত হলো প্রেরণা পাবলিশার্সের বইপ্রকাশ অনুষ্ঠান। এই প্রকাশনা সংস্থার এবারের আয়োজনে...
Exit mobile version