Saturday, November 1, 2025

দিল্লি ক্যাপিটালসের কাছে হারের পরই এমএস ধোনির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারির (Manoj Tiwary)। ২০২৩ সালেই এমএস ধোনির(MS Dhoni) অবসর নেওয়া উচিৎ ছিল বলে মনে করছেন প্রাক্তন বাংলা অধিনায়ক। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মহেন্দ্র সিং ধোনি শেষপর্যন্ত ক্রিজে থাকলেও, চেন্নাই সুপার কিংসকে ( Chennai Super Kings ) জেতাতে পারেননি। ২৬ বলে ৩০ রান করেছিলেন তিনি। মনোজ মনে করছেন ধোনি এখনও খেলা চালিয়ে গিয়ে নিজের নামের সঙ্গে অবিচার করছেন। শুধু তাই নয় ভক্তদের কাছেও নিজের সম্মান ধীরে ধীরে ধোনি হারাচ্ছেন বলেই মনে করছেন মনোজ।

গতবারের আইপিএলের পরই একটা জল্পনা শুরু হয়েছিল ধোনির অবসর নিয়ে। যদিও খেলা না ছাড়ার ইঙ্গিতটা তখন থেকেই দিয়ে রেখেছিলেন থালা। এবারের আইপিএলেও স্বমহিনায় ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে এবার আর অধিনায়কের ব্যাটন তাঁর হাতে নেই। সেই দায়িত্ব উঠেছে রুতুরাজ গায়কোয়াড়ের(Ruturaj Gaikwad) কাঁধে উঠেছে। তবুও সিএসকের সেন্টার অব অ্যাট্রাকশন যে এমএসডি, সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এবারের আইপিএলে এখনও পর্যন্ত সেভাবে ধোনিকে পাওয়া যায়নি। চারটে ম্যাচ খেলে ফেললেও, ধোনির ব্যাটে কিন্তু সেই রানের ঝড় নেই।

এমনকি যে ফিনিশার হিসাবে তাঁকে সকলে দেখতে অভ্যস্ত, সেই ভূমিকাও পালন করতে পারছেন না ধোনি। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ধোনির ব্যর্থতার পরই তাঁর অবসর নিয়ে প্রশ্ন তুললেন মনোজ তিওয়ারি। ধোনি তাঁর ভক্তদের কাছে নিজের ফেম ধীরে ধীরে হারাচ্ছে বলেই মনে করছেন মনোজ। এখন পর্যন্ত আইপিএলে(IPL) চারটি ম্যাচ খেলেছে সিএসকে। সেখানেই ধোনির সব মিলিয়ে রান মাত্র ৭৬। শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals) বিরুদ্ধে তিনি অপরাজিত থাকলেও, চেনা ছন্দে পারফেক্ট ফিনিশ দিতে পারেননি।

এই প্রসঙ্গেই ক্রিকবাজকে মনোজ তিওয়ারি জানিয়েছেন, “আমার মনে হয় ২০২৩ সালে যখন তিনি আইপিএল ট্রফি জেতেন, সেই সময়ই এমএস ধোনির অবসর নেওয়াটা উচিৎ ছিল। বিশেষ করে আমার মনে হচ্ছে ক্রিকেট কেরিয়ারে ধোনি তাঁর যে সম্মান, ফেমটা অর্জণ করেছিলেন, শেষ দুটো বছরে সেটাই হারিয়ে ফেলছেন”।

কয়েকদিন আগেই সিএসকে কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছিলেন যে ধোনি নাকি ১০ ওভারের বেশি ব্যাটিং করতে পারছেন না। ফ্লেমিংয়ের এই বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলার প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি। আইপিএলে অবশ্য সদ্য চার ম্যাচ খেলেছেন ধোনি। সামনে এখনও অনেকগুলো ম্যাচ রয়েছে। এমএস ধোনি ঘুরে দাঁড়াতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে।

Related articles

চুক্তিভিত্তিক কর্মীদের জন্য শ্রম আইন বাধ্যতামূলক করার দাবি দোলার 

চুক্তিভিত্তিক কর্মীদের পাশে তৃণমূল সাংসদ দোলা সেন (Dola Sen)। এই কর্মীদের ক্ষেত্রে শ্রম আইন যথাযথ প্রয়োগ করা হচ্ছে...

সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা! জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের

ভারত-বাংলাদেশ সীমান্ত সুরক্ষায় নাকি বাংলার প্রশাসনই বাধা। একের পর এক জনসভা থেকে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত...

সৌদিতে পুলিশের গুলিতে মৃত্যু ভারতীয় যুবকের! নিরপেক্ষ তদন্তের দাবি 

সৌদি আরবে পুলিশের 'ভুলে' প্রাণ হারাতে হল ভারতীয় এক যুবককে। মৃতের নাম বিজয় কুমার মাহাতো (২৭)।ঝাড়খণ্ডের (Jharkhand) গিরিডি...

হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই

অবশেষে স্বস্তি। হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)। শনিবার বিসিসিআইয়ের(BCCI) বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে বলা...
Exit mobile version