Sunday, November 2, 2025

থংবইয়ের সঙ্গে আলোচনায় অস্কার, ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল

Date:

গত ৪ এপ্রিল থেকে সুপার কাপের(Super Cup) প্রস্তুতি শুরু হয়েছে ইস্টবেঙ্গলের। এরইমাঝে থংবই সিংটোর সঙ্গে বৈঠক সারলেন লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোঁ(oscar Bruzon)। বেশ কয়েকদিন আগেই ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন প্রাক্তন হায়দরাবাদ এফসি কোচ থংবই সিংটো(Thongboi Singto)। শোনাযাচ্ছে ইস্টবেঙ্গলের(East Bengal) স্পোর্টস হেডের পদই নাকি পেতে চলেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি লাল-হলুদ ম্যানেজমেন্টের তরফে। তবে শহরে এসেই নিজের কাজ শুরু করে দিয়েছেন থংবই।

ভারতীয় ফুটবলকে(Indian Football) খুব ভালোভাবে চেনেন তিনি। বিশেষ করে ভারতের গ্রাসরুট পর্যায়ের ফুটবলটা হাতের তালুর মতো চেনা তাঁর। সেটাই এবার কাজে লাগাতে চাইছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। শেষপর্যন্ত থংবইয়ের হাত ধরে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটা তো সময়ই বলবে। তবে থংবই আসার পর থেকেই নানান গুঞ্জন শুরু হয়েছিল ভারতীয় ফুটবল মহলে। বিশেষ করে থংবইয়ের আগমণে কারোর পদ যাচ্ছে কিনা। এখনও পর্যন্ত অবশ্য সেই ইঙ্গিত কিছু পাওয়া যায়নি।

থংবই আসার আগেই নাকি ইস্টবেঙ্গল, সহকারি কোচের সঙ্গে কথাবার্তা হয়েছিল। তবে সরাসরি কোনও কথাবার্তা হয়নি। গত ৪ তারিখই শহরে ফিরেছেন অস্কার ব্রুজোঁ। সেদিন শুরু থেকে শুরু হয়েছে প্রস্তুতিও। তারইমাঝে থংবই সিংটোর সঙ্গে একান্ত বৈঠক সারলেন ইস্টবেঙ্গল কোচ। আগামী দিনে দল গঠন নিয়ে তাঁর কী ভাবনা রয়েছে, সেসবই হয়ত থংবই সিংটোর সঙ্গে টিম হোটেলে আলোচনা করে নিয়েছেন ইস্টবেঙ্গলের কোচ। কয়েকদিন বাদে শুরু হবে এবারের সুপার কাপ। কিন্তু এখন থেকেই ইস্টবেঙ্গল পরবর্তী মরসুমের জন্য দল গোছাতে আরম্ভ করে দিয়েছে।

যদিও এখনও পর্যন্ত অবশ্য একদিনও ইস্টবেঙ্গলের অনুশীলনে আসেননি থংবই সিংটো। কিন্তু নিজের কাজটা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যেই আইডব্লুএলের খেলা দেখতে গিয়েছিলেন তিনি। এছাড়া সিনিয়র দল নিয়ে অস্কার ব্রুজোঁর সঙ্গে একপ্রস্থ আলোচনাও তাঁর হয়ে গিয়েছে। আগামী দিনের নীল নক্সাটা এখন থেকেই সাজাতে শুরু করে দিয়েছেন অস্কার এবং থংবই।

এবারের আইএসএলেও(ISL) ব্যর্থ হয়ে যাত্রা শেষ করতে হয়েছে ইস্টবেঙ্গলকে। তালিকায় লাল-হলুদের স্থান ৯ নম্বরে। কিন্তু সামনে রয়েছে এবার সুপার কাপ। গতবারের সুপার কাপ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবার সেই খেতাব ধরে রাখাটাই লাল-হলুদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। অস্কারের দলের অবশ্য সকলেই প্রস্তুতিতে নেমে পড়েছে। আনোয়ার, নন্দারা সকলেই চোটমুক্ত। ইস্টবেঙ্গল এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version