Wednesday, November 5, 2025

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিল মামলা থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন

Date:

প্রাথমিকের নিয়োগ মামলায় ডিভিশন বেঞ্চের শুনানি থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌমেন সেন (Soumen Sen)। সুপ্রিম কোর্ট (SC) স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় ২০১৬ সালের পুরো প্যানেল বাতিলের রায় দেওয়ার পর থেকে প্রাথমিক নিয়োগ মামলায় হাইকোর্টের (Calcutta  high court) পর্যবেক্ষণের দিকে নজর ছিল। সোমবার কোর্ট খুলতেই জানা যায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বিচারপতি সেন মামলা থেকে সরে গেছেন। যার ফলে আজকের মতো শুনানি বাতিল হয়ে যায় এবং এই মামলা গেছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। তিনিই এই মামলার পরবর্তী শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন।

কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি গিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৬ তে। ৪২ হাজার ৯৪৯ জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে তাঁদের মধ্যে ৩২ হাজার ‘অপ্রশিক্ষিত’। মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। রায় চ্যালেঞ্জ করার পর সেই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলে সম্পর্কের কথা জানতে চেয়েছিল হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এদিন সেই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি সেন।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version