বিজেপিতে এসে ১৪ বছরেই বদলে গেলেন স্মৃতি! ‘রূপ বদলে’ কটাক্ষ দেবাংশুর

রান্নার গ্যাসের দাম বাড়ায়। সেই সময় তা নিয়ে খুব সরব হয়েছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টও (post) করেন

জনবিরোধী নীতির সর্বোচ্চ উদাহরণ দিয়ে দেশের মানুষের প্রবল আর্থিক সংকটের মধ্যে জ্বালানি তেল, রান্নার গ্যাসের দাম বাড়িয়েছে নরেন্দ্র মোদি সরকার। স্বাভাবিকভাবেই যে বিজেপি সরকার দাম বাড়িয়েছে তাঁদের নেতা নেত্রীরা কেউই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হননি। আর সেখানেই একসময় জনদরদীর মুখোশ পরে থাকা বিজেপি নেত্রীকে কটাক্ষ তৃণমূলের। ২০১১ সালের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির (Smriti Irani) পোস্ট তুলে ধরে রূপ বদলের কটাক্ষ তৃণমূল আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্যের (Debangshu Bhattacharya)।

২০১১ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার রান্নার গ্যাসের দাম (domestic gas) ৫০ টাকা বাড়িয়েছিল। সেই সময় গোটা বিশ্বের ক্রুড অয়েলের (crude oil) দাম বেড়েছিল। তার সঙ্গে তাল রাখতে কেন্দ্রের সরকার বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের দাম বাড়ায়। সেই সময় তা নিয়ে খুব সরব হয়েছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টও (post) করেন তিনি। লিখেছিলেন, এলপিজি-র দাম ৫০টাকা বৃদ্ধি! আর এরা নিজেদের আম আদমির সরকার দাবি করেন, লজ্জা।

সোমবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) ঘোষণা করেন রান্নার গ্যাসের দাম ৫০ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত কেন্দ্রের জনবিরোধী সরকার এমন একটি সময়ে নিয়েছেন, যখন বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম নিম্নমুখী। অর্থনৈতিক অস্থিরতার মধ্যে থেকেও আমেরিকা তেলের দাম কমিয়েছে। অথচ ভারতে সেই দামও ঊর্ধ্বমুখী। এরপরেও নীরব স্মৃতির মতো জনদরদীর মুখোশ পরে থাকা নেত্রী।

সেখানেই স্মৃতির (Smriti Irani) পুরোনো টেলি সিরিয়ালের অনুসরণ করে তৃণমূল আইটি সেলের চেয়ারম্যান দেবাংশুর (Debangshu Bhattacharya) কটাক্ষ, স্মৃতিজি, সম্পর্কেরও রূপ বদলায়।