Tuesday, November 11, 2025

সুপার কাপের সূচী প্রকাশ, দল নিয়ে ধন্দে মহমেডান কোচ মেহরাজউদ্দিন

Date:

গত সোমবারই সুপার কাপের সূচী প্রকাশ করেছে এআইএফএফ(AIFF)। আগামী ২০ এপ্রিল থেকে থেকে শুরু হচ্ছে এবারের সুপার কাপ(Super Cup)। সেখানেই কলকাতার দুই প্রধানের পাশাপাশি খেলবে মহমেডানও। আইএসএলের ১৩টি ক্লাবই রয়েছে সেখানে। সূচী তো প্রকাশ হল। কিন্তু মহমেডান(Mohammedan Sc) খেলবে কাদের নিয়ে। দল নামানো নিয়ে খোদ ধোঁয়াশায় মহমেডান কোচ মেহরাজউদ্দিনও(Mehrajuddin)। সুপার কাপ খেলার জন্য কাদের তিনি পাবেন নিজেই এখনও পর্যন্ত জানেননা। আর এটাই যে তাঁকে বেশ চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না।

আগামী ২৪ এপ্রিল সুপার কাপের সুপার সিক্সটিনে নর্থইস্ট ইউনাইটেডের(Northeast Utd) বিরুদ্ধে নামার কথা মহম্ডানের। কিন্তু সেখানে খেলবেন কারা। এখনও পর্যন্ত সেটাই বুঝে উঠতে পারছেন না কোচ মেহরাজউদ্দিন(Mehrajuddin)। প্রস্তুতি শুরু করা তো দূরের কথা। ক্লাবে ডামাডোল পরিস্থিতি। বিনিয়োগকারী সংস্থা হাত ছেড়েছে। যদিও পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই ক্লাব কর্তারা মাঠে নেমে পড়েছেন। কিন্তু মাঠে তো খেলবেব ফুটবলাররা। যেখানে অন্যান্য দলের হয়ে পার্থক্য গড়ে দিচ্ছেন বিদেশিরা।

সেখানেই মহমেডানের(Mohammedan Sc) সেরা বিদেশিরা চলে গিয়েছেন। শোনাযাচ্ছে অ্যালেক্সিজ এবং কাসিমভ নাকি চলে গেছেন। তাদের ফেরার সম্ভাবনাও নাকি নেই। এমন পরিস্থিতি নিয়ে কোচ মেহরাজউদ্দিন বলছিলেন, “এই মুহূর্তে কী অবস্থা আমি কিছুই বুঝতে পারছি না। কাসিমভ, অ্যালেক্সিসরা চলে গেছেন। কী হবে সেটাও বুঝতে পারছি না। এমনকি কবে থেকে প্রস্তুতিতে নামতে পারব তাও এখনও পর্যন্ত জানি না”।

যদিও শোনাযাচ্ছে মঙ্গলবার সন্ধের দিকেই নাকি মহমেডান ক্লাব তাঁবুতে একটা বৈঠক হতে চলেছে। সেখানে নাকি ক্লাব কর্তাদের সঙ্গে কোচ সহ অন্যান্য ফুটবলারদেরও থাকার কথা রয়েছে। যদিও মহমেডানের কর্তারা কিন্তু দল নামানো নিয়ে যথেষ্ট আশাবাদী।

মহমেডানের এক কর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “বিদেশি যদি নাই থাকে, আমাদের দেশীয় ছেলেরা খেলবে”।

হাতে সময় আর খুব একটা বেশি নেই। দু সপ্তাহের থেকে কয়েকটা দিন বেশি রয়েছে। সুপার কাপে প্রথম ম্যাচেই মহমেডানকে খেলতে হবে কঠিন প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। তার আগে মহমেডানের পরিস্থিতি কবে ঠিক হয় সেটাই দেখার।

Related articles

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...

উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী প্রকাশ! মিলিয়ে দেখার সুযোগ পরীক্ষার্থীদের

প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের আনসার কী। মঙ্গলবার অনলাইনে এই উত্তরপত্র প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা...

কোন ধারায় আমি সাসপেন্ড? পার্থর বিস্ফোরক চিঠি দলীয় নেতৃত্বকে

দলকে চ্যালেঞ্জ জানিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের পাঠানো চিঠি প্রকাশ্যে আসতেই হইচই। দুর্নীতির অভিযোগে সাসপেনসেনকে অবৈধ বলে ব্যাখ্যা করেছেন পার্থ।...

দুদফায় ভোটগ্রহণ শেষে বিহারের Exit Polls: নীতীশ না তেজস্বী-শেষ হাসি হাসবেন কে?

দুদফায় ভোটগ্রহণের শেষের পরেই প্রকাশিত বিহারের বুথ ফেরত সমীক্ষা। আর তাতেই দেখা যাচ্ছে জোট শরিকদের দুর্বলতায় মসনদে বসা...
Exit mobile version