পুলিশ লকআপে মৃত্যু! সিবিআই-কে তদন্তের নির্দেশ হাইকোর্টের

মুরুটিয়া থানার (Murutia police) পুলিশ তার দেহ উদ্ধার করে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের লকআপে মারধরের কারণে মৃত্যু

একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নদিয়া পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠায় সিবিআই (CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। অভিযোগ যেহেতু পুলিশের বিরুদ্ধে, তাই পুলিশ তার তদন্ত করতে পারবে না। পর্যবেক্ষণে জানিয়ে তদন্ত সিবিআই-এর হাতে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

২০২৩ সালে নদিয়ার মুরুটিয়া থানার একটি বাঁশবাগান থেকে উদ্ধার হয় শওকত মণ্ডল নামে এক ব্যক্তির দেহ। মুরুটিয়া থানার (Murutia police) পুলিশ তার দেহ উদ্ধার করে। তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, পুলিশের লকআপে মারধরের কারণে মৃত্যু হয় শওকতের। তারপর দেহ ফেলে দেওয়া হয় বাঁশবাগানে।

ঘটনার আগের রাতে মুরুটিয়ায় (Murutia) একটি গ্রামে একটি খুনের ঘটনা ঘটে। সেই মামলায় শওকতের পরিবারের সবাইকে অভিযুক্ত করা হয়। পুলিশ শওকতের খোঁজ চালাচ্ছিল। তারই মধ্যে বাঁশবাগানে শওকতের দেহ মেলায় পরিবার আঙুল তোলে পুলিশের বিরুদ্ধে। ময়নাতদন্তের রিপোর্টে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর উল্লেখ করা হয়। যদিও দেহে যে ক্ষত চিহ্ন ছিল তা নিয়ে প্রশ্ন তোলে আদালত। এরপরই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। কারণ পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত পুলিশ করতে পারে না।