Sunday, November 9, 2025

সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, সুপার নিউমেরারি মামলায় সিবিআই তদন্ত খারিজ

Date:

অতিরিক্ত শূন্যপদ বা সুপার নিউমেরারি মামলায় বড় জয় পেল রাজ্য সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্তের আবেদন খারিজ করে দিল। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ তাদের পর্যবেক্ষণ জানিয়েছে, ক্যাবিনেটের কোনও সিদ্ধান্তে সিবিআই তদন্তের নির্দেশ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী।

সুপার নিউমেরারি মামলায় প্রধান বিচারপতি বলেন, রাজ্য সরকারের ক্যাবিনেট বৈঠকের সিদ্ধান্ত বৈধ কি না, সেটা ঠিক করবে কোনও একটি কেন্দ্রীয় এজেন্সি? এটাই কি যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো? এটা সম্পূর্ণরূপে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিরোধী। তাই এই মামলার কোন যৌক্তিকতা নেই। কার্যত তিনি এদিন কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দেন। কারণ ওই রায়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। এর ফলে সুপারনিউমেরারি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য।

২০২২ সালের মে মাসে রাজ্য সরকার মন্ত্রিসভার বৈঠকে প্রায় ৬ হাজার সুপারনিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন‍্যপদ তৈরি করেছিল। সেই অতিরিক্ত পদ সৃষ্টি নিয়ে মামলা হয় হাইকোর্টে। প্রশ্ন তোলা হয় অযোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতেই সুপার নিউমেরারি পোস্ট তৈরি করেছিল রাজ্য সরকার। হাইকোর্ট সেখানে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নির্দেশ দেয়। এরপর সেই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেই রায়ে স্থগিতাদেশ দেয়। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায় খারিজ করে দেয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হলে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিঘ্নিত হতে পারে। ফলে এই মামলায় সিবিআই বা কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্ত করা যাবে না।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version