Friday, August 29, 2025

রাজনীতি ভুলে বাংলার চাকরিহারা যোগ্য শিক্ষক সমাজের জন্য এগিয়ে আসার কথা ভেবেছিলেন বিজেপি সাংসদ। বাধ সাধল দল। শীর্ষ নেতৃত্বের ধমকে মাঝপথেই বাতিল করতে হল পরিকল্পনা। প্রসঙ্গ ঘোরাতে চিঠি ছেঁড়ার নাটক। অভিজিতের (Abhijit Ganguly) ‘ব্যাকআউটে’ কটাক্ষ করে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) মনে করিয়ে দেন, রাজ্য সরকার তাঁর সঙ্গে কথা বলার জন্য পথ খুলে রেখেছিল। সেই সঙ্গে আবার প্রমাণিত হল ব্রাত্যর মঙ্গলবারের কথা, উনি বিচারপতি যখন ছিলেন তখন রাজনীতিকের মতো আচরণ করতেন। যখন সাংসদ হয়েছেন তখন বিচারপতির মতো আচরণ করছেন।

বুধবার সকালে এসএসসি (SSC) দফতর থেকে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল সাংসদ অভিজিতের। এসএসসি দফতরে চেয়ারম্যানের সঙ্গে দেখা না হওয়ার পর হঠাৎই সিদ্ধান্ত বদল করেন তিনি। কারণ হিসাবে শিক্ষকদের ডিআই অফিসের অভিযানে পুলিশের বাধা ও লাঠিচার্জকে যুক্তি হিসাবে হাস্যকরভাবে তুলে ধরেন।

তাতেই অবাক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিজিতের আচরণে ব্রাত্য স্পষ্ট বলেন, উনি নিজে আসতে চেয়েছিলেন। ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় আসতে চেয়েছিলেন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রীর চিঠি দিতে আসার কথা ছিল। উনিই বলেছিলেন আসবেন। তারপর উনিই ব্যাক আউট (backout) করলেন। এই যুক্তিটা কোনও যুক্তি হতে পারে না যেটা উনি বলছেন। শিক্ষা দফতর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনওভাবে যুক্ত নয়।

তবে তাঁর শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না করার আসল কারণও তুলে ধরেন ব্রাত্য। তিনি বলেন, ওনারই দেওয়া সময়। আমি অপেক্ষা করেছিলাম। উনি এলেন না। উনি দলীয় কোনও বিপদে পড়লেন কিনা। দলীয় কোনও প্রতিবন্ধকতা তৈরি হল কিনা, দল ওনাকে বারণ করল কিনা। পরে এক্ষেত্রে কোনও অসুবিধা হবে কিনা, সেটা উনি বলতে পারবেন।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version