নিজের দেশে স্বমহিমায় ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। ছাত্র আন্দোলনের জেরে উত্তাল হয়ে যাওয়া পদ্মা পাড়ের রাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই নয়া দিল্লির আশ্রয়ে আত্মগোপন করে আছেন তিনি। এদিকে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে নির্বাচনের (Election in Bangladesh) দাবি জোরালো হচ্ছে। এর মাঝেই সোমবার রাতে আওয়ামি লিগের কর্মীদের বার্তা দিয়ে হাসিনা বলেন, চিন্তা করবেন না। খুব শিগগিরই ফিরছি আমি।

বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকার দেশের মানুষের টাকা তছরুপ করছে। যেভাবে হত্যালীরা চলছে তার বিচার হবেই, দলীয় কর্মীদের আশ্বাস দিয়েছেন আত্মবিশ্বাসী হাসিনা। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে মুজিব কন্যা বলেন, আমি বাংলাদেশকে যখন উন্নয়নশীল দেশ হিসাবে তুলে ধরলাম তখনই গভীর চক্রান্ত শুরু হয়ে গেল। বাংলাদেশকে জঙ্গিদের দেশে পরিণত করা হল। আর দিনের শেষে এমন ব্যক্তি ক্ষমতায় এলেন যার মানুষের প্রতি কোনও দয়ামায়া নেই এবং কখনও ছিলও না। ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ককেও নিশানা করেন হাসিনা। তিনি অভিযোগ করেন, ওই ব্যক্তি মানুষকে ক্ষুদ্র ঋণ দিয়ে মোটা অঙ্কের সুদ নিতেন। সেই টাকা উনি বিদেশে পাঠিয়ে বিলাসবহুল জীবনযাপন করতেন। আমরা ভাবতাম গরিব মানুষের ভাল করছে। তাই একসময় অনেক সহযোগিতা করেছিলাম। পরে সেই লোকই মানুষের টাকা নিয়ে তছরুপ করেছে। ওর ক্ষমতার লোভেই আজ জ্বলছে বাংলাদেশ। ১ ঘণ্টার বেশি সময় ধরে চলা ভাষণপর্বে নিজের বক্তব্য রাখার পাশাপাশি শহিদ দলীয় কর্মীদের পরিবার-পরিজনদের আর্তি শোনেন হাসিনা। তাঁদের উদ্দেশে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, আল্লা হয়তো আমায় কোনও মহৎ কাজ করার জন্যই এখনও বাঁচিয়ে রেখেছেন। আপনারা চিন্তা করবেন না। খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে আসছি।

–

–



–


–

–

–

–
–

–
