আজ থেকে রাজ্যজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস, নববর্ষের আগে দুর্যোগ কলকাতাতেও!

বসন্তের শেষ লগ্নে গরমের দাপট বাড়ছে। এর মাঝেই সাময়িক স্বস্তির খবর দিয়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস (Rain Alert) আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় টানা বৃষ্টি হবে। উত্তর এবং পশ্চিমের জেলাগুলিতেও টানা দুর্যোগ চলবে। বাংলা নববর্ষের প্রাক্কালে ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা মহানগরীতেও (Rain in Kolkata)।

হাওয়া অফিসের কথা অনুযায়ী, কলকাতায় সকালের দিকে পরিষ্কার আকাশ হলেও বেলায় আংশিক মেঘলা আকাশ। বৃহস্পতিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তিও বাড়বে।দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। যদিও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। পশ্চিমের জেলাগুলিতে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে। সপ্তাহান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায়। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা বাড়বে রাজ্যে। চলতি সপ্তাহে বৃষ্টির জেরে উত্তরের সামান্য তাপমাত্রা কমলেও দক্ষিণবঙ্গে সেরকম কোনও পূর্বাভাস নেই।