Friday, May 16, 2025

আইনি প্রক্রিয়াতে চাকরিহারাদের সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী শিক্ষামন্ত্রী

Date:

Share post:

সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার চাকরিহারাদের পাশে রয়েছে রাজ্য সরকার (Govt of WB)। অযথা প্ররোচনায় পা না দিয়ে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখার বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। জানালেন আইনি পথেই চাকরি সংক্রান্ত জট কাটার ব্যাপারে তিনি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। তাঁর স্পষ্ট কথা, যোগ্যদের সকলের চাকরি ফিরবে। কারও চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং রাজ্য সরকারের উপর ভরসা রাখুন।

বৃহস্পতিবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামিকাল শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে এসএসসি (SSC)এবং শিক্ষা দফতরের কর্তারাও থাকবেন। আশাবাদী শিক্ষামন্ত্রীর বক্তব্য, চাকরি তো এই সরকারই দিয়েছিল। সেই চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে চাকরিহারাদের ডেকে মানসিক, প্রশাসনিক ও আইনিভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া চাকরি যাতে চলে যায় তার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছিল। তারাই আজকে কুমিরের কান্না কাঁদছে। ব্রাত্য বসুর মতে, চাকরিহারাদের আরও ধৈর্য-ধরা উচিত। আদালতই তো বলেছে, পুনরায় পরীক্ষা দিতে হবে। আইনি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। চাকরিহারাদের পাশে রাজ্য সরকার ছাড়া আর কেউ নেই। ব্রাত্যর কথায়, নিচ্ছিদ্র ও দুর্নীতিমুক্ত নিয়োগ হবে। বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, বাংলার শিক্ষা পরিকাঠামোকে ধ্বংসের চক্রান্ত চলছে। বুধবারের ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আলোচনা করতে চাইছি। তবে এমন কাজ কেন করছেন যাতে দু’পক্ষের মধ্যে দেওয়াল তৈরি হয়! তাঁর স্পষ্ট কথা কারও প্ররোচনায় পা না দিয়ে স্কুলে ফেরত যান। আগামিকালের বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ওরা বলেছে দাবিদাওয়া পয়েন্ট আকারে লিখে আনবে। আইনি পথেই আমরা এগোব। আমি আশাবাদী এই আলোচনা থেকে সমাধান আসবে। ওদের এই সমস্যা থেকে বের করে আনা আমাদেরই দায়িত্ব। আমি ১০০ শতাংশ সেই দায়িত্ব পালন করব। চাকরিহারাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বক্তব্য, আইনের উপর ভরসা রাখুন। রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। আমরা সবাই আপনাদের পাশেই আছি।

 

spot_img

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...