Thursday, January 15, 2026

আইনি প্রক্রিয়াতে চাকরিহারাদের সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী শিক্ষামন্ত্রী

Date:

Share post:

সুপ্রিম রায়ে প্রায় ২৬ হাজার চাকরিহারাদের পাশে রয়েছে রাজ্য সরকার (Govt of WB)। অযথা প্ররোচনায় পা না দিয়ে মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখার বার্তা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। জানালেন আইনি পথেই চাকরি সংক্রান্ত জট কাটার ব্যাপারে তিনি ১০০ শতাংশ আত্মবিশ্বাসী। তাঁর স্পষ্ট কথা, যোগ্যদের সকলের চাকরি ফিরবে। কারও চাকরি যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)এবং রাজ্য সরকারের উপর ভরসা রাখুন।

বৃহস্পতিবার একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আগামিকাল শুক্রবার চাকরিহারাদের সঙ্গে বৈঠক রয়েছে। সেখানে এসএসসি (SSC)এবং শিক্ষা দফতরের কর্তারাও থাকবেন। আশাবাদী শিক্ষামন্ত্রীর বক্তব্য, চাকরি তো এই সরকারই দিয়েছিল। সেই চাকরি চলে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোরে চাকরিহারাদের ডেকে মানসিক, প্রশাসনিক ও আইনিভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী দেওয়া চাকরি যাতে চলে যায় তার জন্য কিছু লোক উঠেপড়ে লেগেছিল। তারাই আজকে কুমিরের কান্না কাঁদছে। ব্রাত্য বসুর মতে, চাকরিহারাদের আরও ধৈর্য-ধরা উচিত। আদালতই তো বলেছে, পুনরায় পরীক্ষা দিতে হবে। আইনি প্রক্রিয়া শুরু করেছে রাজ্য। চাকরিহারাদের পাশে রাজ্য সরকার ছাড়া আর কেউ নেই। ব্রাত্যর কথায়, নিচ্ছিদ্র ও দুর্নীতিমুক্ত নিয়োগ হবে। বিরোধীদের তোপ দেগে তিনি বলেন, বাংলার শিক্ষা পরিকাঠামোকে ধ্বংসের চক্রান্ত চলছে। বুধবারের ঘটনা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আলোচনা করতে চাইছি। তবে এমন কাজ কেন করছেন যাতে দু’পক্ষের মধ্যে দেওয়াল তৈরি হয়! তাঁর স্পষ্ট কথা কারও প্ররোচনায় পা না দিয়ে স্কুলে ফেরত যান। আগামিকালের বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য, ওরা বলেছে দাবিদাওয়া পয়েন্ট আকারে লিখে আনবে। আইনি পথেই আমরা এগোব। আমি আশাবাদী এই আলোচনা থেকে সমাধান আসবে। ওদের এই সমস্যা থেকে বের করে আনা আমাদেরই দায়িত্ব। আমি ১০০ শতাংশ সেই দায়িত্ব পালন করব। চাকরিহারাদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর বক্তব্য, আইনের উপর ভরসা রাখুন। রাজ্য সরকারের উপর ভরসা রাখুন। আমরা সবাই আপনাদের পাশেই আছি।

 

spot_img

Related articles

ED অর্ধসত্য বলছে, মুখ্যমন্ত্রী শুধু দলীয় নথি নিয়েছেন, আদালতে জানালেন সিব্বল

আইপ্যাক অভিযান মামলায় ইডি (ED raid in IPAC case hearing) সম্পূর্ণ সত্যি কথা বলছে না, শীর্ষ আদালতের শুনানিতে...

IPAC মামলা: তল্লাশি শুরুর সাড়ে পাঁচ ঘণ্টা পর ইডির মেইল কেন, প্রশ্ন সিংভির

আইপ্যাকে ইডির তল্লাশি অভিযান (ED raid in IPAC) কি রাজ্য প্রশাসনের কাছ থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল? তা...

T20 WC: ধাক্কা ভারতীয় শিবিরে, তারকা অল রাউন্ডারের বিকল্প হতে পারেন কে?

বিশ্বকাপের (T20 World Cup 2026) আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে। একদিনের সিরিজের পর এবার নিজল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ...

বৃহস্পতির সকালে শীত-কুয়াশার ওপেনিং ইনিংস, আগামী সপ্তাহে বাড়বে তাপমাত্রা 

পৌষের শীতের (Winter)হাড় কাঁপানো অনুভূতি মাঘের প্রথম সকালেও টের পাওয়া যাচ্ছে। তবে ভোরের দিকে হাওয়া একটু কম হওয়ায়...