Thursday, August 28, 2025

চিপকের স্পিনিং ট্র্যাকে বরুণ ভরসা, ধোনিদের আটকাতে প্রস্তুত নাইটরা

Date:

ঘরের মাঠে হার। এবার সামনে চেন্নাই সুপার কিংস(CSK)। পয়েন্ট টেবিলে ছয় নম্বরে নেমে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স(KKR)। ধোনির(DHONI) চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামার আগে সেখানকার স্পিন সহায়ক পিচই খানিকটা যেন এখন ভরসা যোগাচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। সেইসঙ্গে চিপক ভেঙ্কটেশ আইয়ার(Venkatesh Iyer), বরুণ চক্রবর্তীদের হোম গ্রাউন্ড। এখানকার পিচ খুব ভালভাবেই জানেন বরুণ। আর সেটাই এবার কাজে লাগিয়ে জয়ে ফিরতে মরিয়া কলকাতার নাইট বাহিনী।

নাইট শিবিরের অধিনায়ক এখন অজিঙ্ক রাহানে(Ajinkya Rahane)। শেষ দুবছর এখানেই খেলেছেন রাহানে। এছাড়া মোঈন আলিও(Moeen Ali) এখান থেকেই এবার নাইট রাইডার্সে গেছেন। চিপক সম্বন্ধে গোটা দলকে যে তারা ভালভাবেই ওয়াকিবহাল করে দিয়েছেন, তা ভেঙ্কটেশ আইয়ারের কথা থেকেই স্পষ্ট। এছাড়া এখানকার স্পিনিং ট্র্যাক। সেখানে যে বরুণ নাইট(KKR) শিবিরের অন্যতম ভরসা তা বরুণের কথা থেকে বেশ স্পষ্ট। সেইভাবেই এবার চেন্নাই বধের ছক কষা শুরু করে দিয়েছে কলকাতার নাইটরা(KKR)।

এই প্রসঙ্গে ভেঙ্কটেশ আইয়ার(Venkaatesh Iyer) সাংবাদিক সম্মেলনে জানান, “চিপকের এই কন্ডিশনে বরুণ সবসময়ই সেরা অপশন। এছাড়া এটা ওর হোম গ্রাউন্ড। শুধু তাই নয় এখানেই অজিঙ্ক রাহানের খেলার অভিজ্ঞতা রয়েছে। মোঈন আলিও এখান থেকেই গিয়েছেন। ওঁরও এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে”।

গত ম্যাচে বোলাররা সেভাবে সফল হতে না পারলেও, দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন নাইট রাইডার্সের(KKR) ব্যাটিং লাইনআপ। তবে সেখানেও দলের ব্যাটিং অর্ডার নিয়ে নানান প্রশ্ন উঠেছিল। বিশেষ করে রিঙ্কু সিংকে(Rinku Singh) কেন এতটা পড়ে নামানো হয়েছিল। চেন্নাইয়ের বিরুদ্ধে অবশ্য শেষ ম্যাচের দলই কার্যত রাখতে চলেছেন কলকাকা নাইট রাইডার্স। তবে ব্যাটিং অর্ডারে বেশ কিছু পরিবর্তন যে হবে তার ইঙ্গিত দিয়ে গেলেন ভেঙ্কটেশ আইয়ার।

তিনি জানান, “আমাদের কম্বিনেশন প্রায় একই রয়েছে। আমরা ভালই খেলছি। গত ম্যাচে আমরা মাত্র চার রানে হেরেছিলাম। এই ম্যাচে কম্বিনেশনে খুব একটা বদলের ইঙ্গিত নেই। তবে আমাদের ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন আসতে পারে। সেভাবেই আমরা প্ল্যানিং করছি”।

চেন্নাই সুপার কিংস(CSK) শেষ ম্যাচে হেরেছে। সেইসঙ্গেই একটানা চার ম্যাচ হারের রেকর্ড গড়েছে সিএসকে। ঘরের মাঠে তারা যে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে থাকবে তা বলাই যায়। তবে নাইট রাইডার্সও প্রস্তুত রয়েছে। চেন্নাই সুপার কিংসের প্রত্যেকের জন্যই বিশেষ বিশেষ ছক প্রস্তুত রয়েছে কলকাতা নাইট রাইডার্সের(KKR)। নিজেরাও প্রস্তুত রয়েছেন। নিজেদের কাজ সম্বন্ধে বেশ ভালভাবেই ওয়াকিবহাল ভেঙ্কটেশ আইয়াররা। এখন শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। কেকেআর জয়ের সরণীতে ফিরতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version