Sunday, November 2, 2025

কাশ্মীরে ওয়াকফ নিয়ে শান্তিপূর্ণ বৈঠকে পুলিশের বাধা! ক্ষোভে ফুঁসছে ধর্মীয় নেতারা

Date:

কাশ্মীরে শান্তিপূর্ণ ধর্মীয় বৈঠকে হস্তক্ষেপ করল জম্মু-কাশ্মীর পুলিশ। বুধবার শ্রীনগরে হুরিয়ৎ নেতা মীরওয়াইজ ওমর ফারুকের উদ্যোগে তাঁর বাসভবনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বৈঠকটির আয়োজন করেছিল ধর্মীয় নেতাদের যৌথ সংগঠন মুত্তাহিদা মজলিস উলেমা (এমএমইউ)।

এই বৈঠকে জম্মু, কাশ্মীর এবং লাদাখ থেকে আগত বিশিষ্ট ধর্মীয় নেতারা ওয়াকফ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু পুলিশ মীরওয়াইজের বাড়ি ঘিরে ফেলে এবং বৈঠকটি রুদ্ধ করে দেয়। এই ঘটনার তীব্র নিন্দা করে ওমর ফারুক বলেন, “ধর্মীয় নেতারা শান্তিপূর্ণভাবে সংবিধানসম্মত অধিকার প্রয়োগ করতে চেয়েছিলেন। কিন্তু তা দমন করা হয়েছে।”

তিনি আরও জানান, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড ওয়াকফ আইনের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, তিনি তাতে পূর্ণ সমর্থন জানান। সেইসঙ্গে জানান, এই আইনের বিরুদ্ধে একটি প্রস্তাব গৃহীত হবে এবং আগামী শুক্রবার জুমার নামাজের পর মসজিদে মসজিদে সেটি প্রচার করা হবে।

এর আগে সোমবার জম্মু-কাশ্মীর বিধানসভায় ওয়াকফ আইন নিয়ে আলোচনা করতে দেওয়া হয়নি বিরোধী দলগুলিকে। স্পিকার আবদুল রহিম রাথেরের এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিতর্ক।

ওয়াকফ আইনের বিরোধিতায় ন্যাশনাল কনফারেন্স এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) জানিয়েছে, তারা সুপ্রিম কোর্টে আলাদা করে মামলা দায়ের করবে। ইতিমধ্যেই ১৫টি মামলা দায়ের হয়েছে এবং আগামী ১৬ এপ্রিল থেকে এই সংক্রান্ত শুনানি শুরু হবে দেশের শীর্ষ আদালতে।

আরও পড়ুন – আইনি প্রক্রিয়াতে চাকরিহারাদের সমস্যা সমাধানে আত্মবিশ্বাসী শিক্ষামন্ত্রী

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version