Tuesday, December 23, 2025

দিলীপকে বাংলো খালি করার নির্দেশ রেলের, জবরদখলের জন্য ফাইন চাওয়া উচিত দাবি কুণালের

Date:

Share post:

খড়্গপুরে রেলের বাংলো জবরদখল করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষের (Kunal Ghosh) পোস্টের পর এবার পদক্ষেপ করল রেল। বৃহস্পতিবার সকালে পদ্মনেতাকে রেলের তরফে নোটিশ পাঠিয়ে আগামী ১৭ এপ্রিলের মধ্যে বাংলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূলে (TMC) রাজ্য সাধারণ সম্পাদক বলেন, এটা তো হওয়ারই ছিল। দিলীপ ঘোষ ওখানকার সাংসদ বা বিধায়ক কেউই নন, অথচ ওই বাড়িকে তিনি বিজেপির পার্টি অফিসের মতো ব্যবহার করেন। যখন প্রশ্নটা তোলা হলো তখন গেরুয়া নেতা সমালোচনা করলেন। এখন রেল যখন বলেছে, তখন প্রাক্তন সাংসদকে ওই বাংলো খালি করতেই হবে। পাশাপাশি এতদিন জবরদখল করে থাকার জন্য রেলের উচিত আইনগতভাবে দিলীপ ঘোষের থেকে ভাড়া এবং ফাইন দুটোই নেওয়া উচিত বলে দাবি কুণালের।

খড়্গপুরে গেলে রেলের একটি বাংলোতে থাকেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি সেখানে আদিবাসী সম্প্রদায়ের বিক্ষোভও হয়েছিল। রেলের কর্মী আধিকারিক বা প্রশাসনিক কোনও পদে না থাকা সত্ত্বেও কীভাবে এই বাংলোতে থাকেন দিলীপ তা নিয়ে বিস্তারিত জানতে রেলকে একটি আরটিআই করা হয়। দেখা যায় বর্তমানে খড়গপুর রেল কলোনির ৬৭৭ নম্বর বাংলোটি কারো নামে রাখা নেই ২০১৯ সালে তুষার কান্তি ঘোষকে দেওয়া হয়েছিল সেই মেয়াদ শেষ হয়ে গেছে ২০২০ সালের মার্চ মাসে। এরপরই আরটিআই এর কপি তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কুণাল। প্রশ্ন তোলেন কেন বিনা অনুমোদনে পাঁচ বছর ধরে দিলীপবাবু ওই বাংলো ব্যবহার করছেন। এরপরই পদক্ষেপ করল রেল। যদিও বাড়ি খালি করার নোটিশ পাওয়ার পরও নিজের অবস্থানে অনড় দিলীপ।

spot_img

Related articles

বৈদিক মন্ত্রপাঠ থেকে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনা, শান্তিনিকেতনের শুরু পৌষমেলা

চিরাচরিত রীতি মেনে মঙ্গলের সকালে শান্তিনিকেতনের শুরু পৌষমেলা। রবীন্দ্র সংগীতের সুরে মুখরিত বিশ্বভারতী চত্বর (Visva Bharati University Campus)।...

চিংড়িঘাটা মেট্রো নিয়ে ‘ডেডলাইন’ হাই কোর্টের! ৩ রাত রাজ্যের দায়িত্বে ট্রাফিক নিয়ন্ত্রণ

দীর্ঘ প্রতীক্ষার অবসান! আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে শেষ করতে হবে চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ। মঙ্গলবার কলকাতা হাই...

ট্রেনের শৌচাগারের পাশে বসে সফর! ওডিশার কুস্তিগীরদের করুণ অবস্থা

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে ক্রীড়াবিদদের করুণ অবস্থা। জাতীয় স্তরের কুস্তি প্রতিযোগিতায় অংশ নেওয়া ওডিশার খেলোড়ায়দের (Odisha Wrestlers) করুণ...

হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ দোষীর আমৃত্যু কারাদণ্ড, বাকি ৬জনকেও শাস্তি

নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hanskhali) নাবালিকার গণধর্ষণ-খুনে ৩ তিন দোষীর যাবজ্জীবন সাজা ঘোষণা করল রানাঘাট মহকুমা আদালত (Ranaghat Sub-divisional...