রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজ্জাক মোল্লার(Rezzak Mollah) প্রয়াণে শোকাহত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজের এক্স হ্যান্ডেলে শোকবার্তায় তিনি জানিয়েছে, “আমার সহকর্মী, আব্দুর রেজ্জাক মোল্লা’র প্রয়াণে আমি শোকাহত ও মর্মাহত। তিনি রাজ্য মন্ত্রিসভায় আমার সহকর্মী ছিলেন। তাঁকে আমি শ্রদ্ধা করতাম, সম্মান করতাম। বাংলার গ্রামজীবন, কৃষি-অর্থনীতি ও ভূমি-সংস্কার বিষয়ে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল সুবিদিত। তাই একসময় অন্য ধারার রাজনীতি করলেও, মা-মাটি-মানুষের সরকারে তাঁর মিলিত হয়ে যাওয়া ছিল সহজ ও স্বাভাবিক। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক জীবনে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হল। আমি তাঁর পরিবারবর্গ, অসংখ্য অনুগামী ও শুভানুধ্যায়ীকে আমার আন্তরিক সমবেদনা জানাই।”

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভোগার পর শুক্রবার সকালে ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুর রেজ্জাক মোল্লা(Rezzak Mollah) (৮০)। ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের জমানায় ক্যানিং পূর্ব থেকে নির্বাচিত হয়েছিলেন রেজ্জাক মোল্লা। ২০১১ সাল পর্যন্ত সেই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। সিপিআইএম-এর দুর্দিনেও হাতছাড়া হয়নি তাঁর এই আসন। বাম আমলে ছিলেন ভূমি ও ভূমি রাজস্ব দফতরের মন্ত্রী(Minister)। ২০১৪ সালে সিপিআইএম-এর রাজ্য কমিটি রেজ্জাক মোল্লাকে(R দলবিরোধি কাজের অভিযোগে বহিষ্কার করে। ২০১৬ সালে রেজ্জাক তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ভাঙড় থেকে ঘাসফুল শিবিরের টিকিটে বিধায়ক হন। পেয়েছিলেন খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ভার।

–

–


–

–

–

–

–

–

–

–