Thursday, August 21, 2025

আর কয়েক ঘন্টার অপেক্ষা। এরপরই চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স(KKR)। তার আগেই ব্রাভোকে বিশ্বাসঘাতক বলেন এমএস ধোনি(MS Dhoni)! প্রস্তুতির সময় ধোনি, জাদেজাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)। দীর্ঘদিন একসঙ্গে সিএসকে ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন যে। কিন্তু সেই ব্রাভোকেই এবার বিশ্বাসঘাতক বলছেন ধোনি। না কটাক্ষ নয়, নেহাতই মজার ছলেই প্রিয় ব্রাভোকে এমন কথা বলেছেন ক্যাপ্টেন কুল।

চেন্নাই সুপার কিংসের(csk) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ডোয়েন ব্রাভোর(Dwayne Bravo)। চেন্নাই সুপার কিংসের সোনালী সময়ের অন্যতম সরিক এই প্রাক্তন ক্রিকেটার। কিন্তু এবার ব্রাভোর দল বদলেছে। দীর্ঘদিনের হলুদ পোশাক ছেড়ে ডোয়েন ব্রাভো এবার বেগুনি রংয়ের পোশাক গায়ে তুলেছেন। না ক্রিকেটার হিসাবে নয়। এবার কোচের পদেই এসেছেন কলকাতা নাইট রাইডার্সে। কিন্তু প্রিয় সতীর্থদের চিপকে দেখার পরই আর নিজেকে ধরে রাখতে পারেননি ব্রাভো।
https://x.com/ChennaiIPL/status/1910567517585539095

ধোনি তখন নেটে প্রস্তুতি সারছিলেন। সেটা দেখেই তাদের সঙ্গে দেখা করতে যান এই প্রাক্তন ক্যারিবিয়ান ক্রিকেটার। সেই সময়ই ব্রাভোকে দেখে  হেয়ালির ছলে তাঁকে বিশ্বাসঘাতক বলে ডাকেন ধোনি। ব্রাভোও তার উত্তরটা সঠিকভাবেই দিয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের হয়ে চারবার আইপিএল(IPL) জিতেছেন তিনি। শুধু তাই নয় ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের কোচের ভূমিকাতেও দেখা গিয়েছিল ডোয়েন ব্রাভোকে।

তবে এবারের আইপিএল শুরু হওয়ার আগেই কলকাতা নাইট রাইডার্স(KKR) শিবিরে এসেছেন ডোয়েন ব্রাভো(Dwayne Bravo)। চেন্নাইয়ের অনেককিছুই তিনি জানেন। সেভাবেই যে নিজের ছকও প্রস্তুত করছেন এই তারকা প্রাক্তন ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। ধোনি থেকে জাদেজা সকলকে নিয়েই যে তিনি স্পেশ্যাল প্ল্যানিংও করছে তাও বেশ স্পষ্ট। এবার সেই ব্রাভোই ধোনির বিরুদ্ধে। এমএসডি আবারও অধিনায়ক। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version